শিরোনাম :
ঢাকা ক্রেডিটের নির্বাচন-২০১৭ বাতিল সংক্রান্ত মামলা খারিজ
গত ১৫ জানুয়ারি, ২০১৭ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত ঢাকা ক্রেডিটের নির্বাচন ও ফলাফল বাতিলের জন্য দীপক-আব্রাহাম-ডেভিড গং পর্যায়ক্রমে সমবায় অধিদপ্তরে কয়েকটি মামলা দায়ের করেন । দায়েরকৃত মামলাসমূহ উভয় পক্ষের দীর্ঘ শুনানীআন্তে বিজ্ঞ সালিসী আদালত মামলাগুলো বিগত ৭ জুন ২০১৭ খারিজ করে দেন। রায়ে বিজ্ঞ আদালত উল্লেখ করেন যে, ১৫ জানুয়ারি ২০১৭ খ্রিষ্টাব্দে ঢাকা ক্রেডিটের বর্তমান ব্যবস্থাপনা পরিষদ সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছে।
ঢাকা ক্রেডিটের সেক্রেটারি সংশ্লিষ্ট রায় সম্বন্ধে বলেন, মিথ্যা মামলা করে কেউ কোনোদিন বেশিদূর আগাতে পারে না। বিজ্ঞ আদালত যে রায় দিয়েছেন, তা সমবায় আইন ও বিধির সঠিক প্রয়োগ হয়েছে।
উল্লেখ্য যে, নির্বাচনে আব্রাহাম-দীপক-ডেভিড গং সমবায় বিধিমালা ২০০৪-এর ২১ ধারা মোতাবেক সর্বোচ্চ আদালতে প্রতিনিধির মাধ্যমে নির্বাচন চেয়ে মামলা করলে আদালত তা আমলে নিয়ে ১২ জানুয়ারি ২০১৭ খ্রিষ্টাব্দে প্রতিনিধির মাধ্যমে নির্বাচনের জন্য নির্দেশনা প্রদান করে রায় প্রদান করেন।
মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিসহ পূর্ণঙ্গ বেঞ্চের শুনানিআন্তে রায়ের ভিত্তিতে ১৫ জানুয়ারি ২০১৭ খ্রিষ্টাব্দে প্রতিনিধির মাধ্যমে নির্বাচন হলে গাব্রিয়েল-আব্রাহাম-দীপক-ডেভিড গং বিপুল ভোটে পরাজিত হয়ে একের পর এক মামলা দায়ের করেন। গত ৭ জুন মহামান্য সালিসী আদালতের রায়ের মাধ্যমে নির্বাচন সংক্রান্ত মামলার নিষ্পত্তি হয়।