ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের পরিকল্পনা ও উন্নয়ন উপ-কমিটির সভা

ঢাকা ক্রেডিটের পরিকল্পনা ও উন্নয়ন উপ-কমিটির সভা

0
283

ডিসিনিউজ ।। ঢাকা

অনুষ্ঠিত হলো ঢাকা ক্রেডিটের পরিকল্পনা ও উন্নয়ন উপ-কমিটির সভা।

২৮ ফেব্রুয়ারি, ঢাকা ক্রেডিটের বোর্ডরুমে প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তার সভাপতিত্বে ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও, প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, পরিকল্পনা ও উন্নয়ন উপ-কমিটির সদস্য এবং মট্স পরিচালক ডমিনিক দিলু পিরিছি, কমিটির সদস্য ও সিডিআই পরিচালক থিওফিল নকরেক, কমিটির সদস্য থিওফিল রোজারিও, কমিটির সদস্য ও ধরেন্ডা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট মাইকেল গমেজ, কমিটির সদস্য মঞ্জু মারিয়া পালমাসহ পরিকল্পনা কমিটির অন্যান্য সদস্যগণ ও ঢাকা ক্রেডিটের পরিচালনা পর্ষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।

এ সময় প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা তাদের বোর্ড দায়িত্ব নেওয়ার পর থেকে উল্লেখযোগ্য কার্যক্রমগুলো নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পরই করোনা মহামারি আঘাত হানে। বিশ্বের জন্য এই মহামারি ছিল গুরুতর। সারাবিশ্বের অর্থনীতির উপর বিরূপ প্রভাব পড়েছে। বাংলাদেশের অর্থনীতির উপরও খুব খারাপভাবে আঘাত হেনেছে। এর প্রভাব থেকে বাদ যায়নি ঢাকা ক্রেডিটও। আমাদের বোর্ড করোনার সংকট মোকাবেলা করেছে, পাশাপাশি সদস্যদেরও পাশে দাঁড়িয়েছে বিভিন্নভাবে। ত্রাণ সহায়তা থেকে শুরু করে যাবতীয় সহযোগিতা দিয়েছি আমরা। চালিয়ে নিয়েছি সকল প্রকার উন্নয়ন কার্যক্রম।’

এ সময় তিনি ঢাকা ক্রেডিটের হাসপাতাল, নিজস্ব বহুতল কর্পোরেট কার্যালয় ‘ঢাকা ক্রেডিট টাওয়ার’, নিজস্ব সফট্ওয়ার ও অ্যাপ সার্ভিস, নতুন প্রডাক্ট পিবিএস ও ইনস্ট্যান্ট লোনসহ অন্যান্য উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

সভায় উপস্থিত সুধিবৃন্দগণ ঢাকা ক্রেডিটের উন্নয়ন কার্যক্রমের ভ‚য়সী প্রশংসা করেন। সেই সাথে ঢাকা ক্রেডিটের সকল প্রকার উন্নয়ন কার্যক্রমের সাথে সহযোগিতার আশ্বাস দেন এবং উন্নয়নকে ত্বরান্বিত করতে উৎসাহীত করেন।

সভার শেষে ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।