ঢাকা ,
বার : শনিবার
তারিখ : ১৮ মে ২০২৪
বাংলা : ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা আন্তর্জাতিক ভষ্ম বুধবারে ইউক্রেনের শান্তির জন্য পোপ মহোদয়ের বিশেষ প্রার্থনা ও উপবাস দিবস...

ভষ্ম বুধবারে ইউক্রেনের শান্তির জন্য পোপ মহোদয়ের বিশেষ প্রার্থনা ও উপবাস দিবস ঘোষণা

0
361

ডিসিনিউজ ।। ডেক্স

পুণ্যপিতা পোপ ফ্রান্সিস বিশ্ববাসী সকলকে ইউক্রেনে শান্তির জন্য প্রার্থনা করতে আকুল আহ্বান জানিয়েছেন। এই উদ্দেশ্যে তিনি ২ মার্চকে বিশেষ প্রার্থনা ও উপবাস দিবস হিসাবে ঘোষণা করেছেন। (খবর: রেডিও ভেরিতাস বাংলা)

খবরে জানা যায়, অন্তরে অনেক কষ্ট ও বেদনা নিয়ে ইউক্রেনের পরিস্হিতি পোপ মহোদয় লক্ষ্য করছেন। প্রতিদিন পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করছে।

পোপ বলছেন, মানুষ এখনও যুদ্ধের ভয়াবহ পরিণাম সম্বন্ধে মনযোগী হচ্ছেনা। দলগত স্বার্থ ত্যাগ ক’রে সর্বমানুষের মঙ্গলের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান। ষুদ্ধে কোন দল জয় লাভ করেনা; যুদ্ধে কেবলমাত্র মানবতাই পরাজয় বরণ করে।

পোপ মহোদয় আকুলভাবে আবেদন করেন যেন উক্ত দিনে অনেক গভীরতা ও দৃঢ়তা নিয়ে,  প্রার্থনা ও উপবাসের মধ্য দিয়ে,  বিশ্বাসী ও অবিশ্বাসী সকলে শান্তির জন্য প্রার্থনা করে। খ্রিষ্টবিশ্বাসী সকলে যেন আরো গভীর বিশ্বাসী ও আগ্রহী হয়ে পরম পিতার কাছে শান্তির জন্য অনুনয় করে। 

আমাদের ঈশ্বর, শান্তির  ঈশ্বর,  যুদ্ধের ঈশ্বর নন; আমাদের স্বর্গীয় পিতা সকলের পিতা, গুটি কয়েক মানুষের পিতা নন; সেই একই পিতার সন্তান আমরা, আমরা সকলে ভাই বোন।