ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের প্রতিষ্ঠাতা রেভা. ফা. চার্লস জে. ইয়াং এর ১২০ তম জন্মদিন...

ঢাকা ক্রেডিটের প্রতিষ্ঠাতা রেভা. ফা. চার্লস জে. ইয়াং এর ১২০ তম জন্মদিন পালন

0
102

ডিসি নিউজ ।। ঢাকা

ফা. চার্লস জে. ইয়াং এর ১২০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ৩ মে শুক্রবার সকালে তেজগাঁও হলি রোজারি চার্চে বিশেষ প্রার্থনা অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করা হয়। খ্রিষ্টযাগ উৎসর্গ করেন তেজগাঁও ধর্মপল্লীর সহকারী পাল পুরোহিত লেনার্ড রোজারিও। খ্রিষ্টযাগের পর ফাদার ইয়াং-এর সমাধীতে প্রার্থনা এবং সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর প্রেসিডেন্ট এবং ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের চেয়ারম্যান ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: ঢাকা এর প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও, দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস (কাক্কো) লি:-এর চেয়ারম্যান ও ঢাকা ক্রেডিটের সাবেক প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, ঢাকা ক্রেডিটের ভাইস প্রেসিডেন্ট ও ফাউন্ডেশনের ট্রেজারার পাপড়ী দেবী আরেং, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ও ফাউন্ডেশনের সদস্য জন মাইকেল গমেজ, ঢাকা ক্রেডিটের ট্রেজারার সুকুমার লিনুস ক্রুজ, ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ফাউন্ডেশনের সেক্রেটারি লিটন টমাস রোজারিওসহ অন্যান্য নের্তৃবৃন্দ।

এ সময় ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও ফাদার চার্লস জে. ইয়াং ফাইন্ডেশনের চেয়ারম্যান ইগ্নাসিওস হেমন্ত কোড়াাইয়া বলেন, ‘ যে বিশ্বাসে ফাদার চার্লস জে. ইয়াং ঢাকা ক্রেডিট প্রতিষ্ঠা করেছিলেন, আমরা যেনো সেই বিশ্বাসের মর্যাদা দিতে পারি। ১৯৫৫ সালের ৩ জুলাই তিনি ৫০ জন সদস্য নিয়ে লক্ষীবাজারে মাত্র ২৫ টাকা মূলধন নিয়ে দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) গঠন করেন, যা এখন সদর্পে খ্রিষ্টান সমাজে উন্নয়নের মডেল হিসেবে এগিয়ে চলছে।’

উল্লেখ্য, ফাদার চার্লস জে. ইয়াং এর জন্ম ৩ মে ১৯০৪ সালে আমেরিকার নিউ ইয়র্ক রাজ্যের রচেস্টারে। বাবা ডানিয়েল ইয়াং এবং মা মেরী জেনিংস। তিন ভাইবোনের মধ্যে ফাদার ইয়াং দ্বিতীয়। তিনি স্কুল জীবনে বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করেন। ১৯২৩ সালে ফাদার চার্লস নটর ডেম বিশ্ববিদ্যালয়ে যান। তিনি সেখানকার মাইনর সেমিনারীতে থাকতেন। এরপরই তিনি নভিসিয়েটে যোগ দেন। ২ জুলাই, ১৯২৫ সালে তিনি পবিত্র ক্রুশ সম্প্রদায় থেকে প্রথম ব্রত গ্রহণ করেন। ১৯২৯ সালে নটর ডেম বিশ্ববিদ্যালয় থেকে লাটিনে বিএ পাস করেন। একই বছর ফাদার ইয়াং ওয়াশিংটনের ফরেন সেমিনারীতে যোগ দেন।

তিনি ২৪ জুন, ১৯৩৩ সালে তাঁর সহপাঠীদের সাথে হলি ক্রশ সম্প্রদায়ের যাজক পদ লাভ করেন। একই বছর তিনি ঢাকায় আসেন। ফাদার ইয়াং ১৯৫৩ সালে কানাডায় যান এবং ১৯৫৪ সালে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার বিশ্ববিদ্যালয় থেকে বয়স্ক এবং ক্রেডিট ইউনিয়ন শিক্ষার ওপর বিশেষ প্রশিক্ষণ নিয়ে আসেন।

ফা. চার্লস জে. ইয়াং বাংলাদেশে ক্রেডিট ইউনিয়নের রূপকার। তার প্রতিষ্ঠিত ঢাকা ক্রেডিটের পথ ধরে বর্তমানে দেশে কয়েক হাজার সমবায় সমিতি প্রতিষ্ঠিত হয়েছে। তিনি প্রথম খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে সমবায়ের ধারণা নিয়ে কাজ করেন এবং তার শেখানো পথে হেঁটে আজ অনেক মানুষ সমাজে আর্থ-সামাজিকভাবে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।