ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে পালন করা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম...

ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে পালন করা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবাষির্কী ও জাতীয় শোক দিবস

0
249

ডিসিনিউজ ।। ঢাকা

ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে পালন করা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস।

স্কুলের শিক্ষার্থী ও শিক্ষদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে স্কুলের প্রধান শিক্ষক আনন্দ চৌধুরী ও ঢাকা ক্রেডিটের ডিরেক্টর প্রত্যেশ রাংসা জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করেন। এরপর প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে জাতির পিতা ও তাঁর পরিবারের নিহত সকল সদস্যদের বিদেহী আত্মার চিরকল্যাণ কামনা করা হয়।

এ সময় প্রধান শিক্ষক বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট, ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে তৎকালীন রাষ্ট্রপতি ও স্বাধীনতা অর্জনের মহানায়ককে সেনাবাহিনীর একদল ষড়যন্ত্রকারী সেনা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে। তাই এই দিবসটি বাংলাদেশের মানুষ জাতীয় শোক দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করে আসছে।’

ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর প্রত্যেশ রাংসা বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে জাতীয়তাবোধ জাগরণের জন্য ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল প্রত্যেকটি জাতীয় দিবস পালন করে আসছে। আজকের এই জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারে যাঁরা শাহাদাত বরণ করেছেন তাঁদের আত্মার কল্যাণ কামনা করি।’

বর্তমান প্রজন্ম কীভাবে এই মহানায়কের হত্যাকান্ড, তাঁর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারন করে সেই বিষয়ে অনুভূতি ও চিন্তাভাবনা সহভাগিতা করে দশম শ্রেণির ছাত্রী জয়া বৈদ্য ও রোদ্র ম্রং।

পরে জাতীয় শোক দিবস উপলক্ষে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীদের আঁকা জাতির পিতার প্রতিকৃতি প্রদর্শনের আয়োজন করা হয়।