ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ তিনি গোপনে সাহায্য করতেন : আর্চবিশপ মাইকেলের মৃত্যুবাষির্কী

তিনি গোপনে সাহায্য করতেন : আর্চবিশপ মাইকেলের মৃত্যুবাষির্কী

0
1508

‘তিনি ছিলেন নম্র স্বভাবের একজন আদর্শ মানুষ। বাইরে থেকে যতটা কঠোর দেখা যেত, ভেতরে আসলে ততটাই নরম মনের ছিল।’ আর্চবিশপ মাইকেল রোজারিওর মৃত্যু বাষির্কীর স্মৃতিচারণায় বলছিলেন তেজগাঁও চার্চের পাল-পুরোহিত কমল কোড়াইয়া।

১৮ মার্চ, শনিবার ঢাকার রমনা কাথিড্রালে আর্চবিশপ মাইকেলের ১০তম মৃত্যুবাষির্কী পালন করা হয়। বিকেল ৫টায় ঢাকার সহকারী বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ মৃত্যুবাষির্কীর খ্রিস্টযাগ অর্পন করেন। এ সময় তার সাথে ছিলেন ফাদার কমল কোড়াইয়া, রমনা সেমিনারীর ফাদার ইম্মানুয়েল রোজারিওসহ আরো ৮ জন ফাদার।

খ্রিস্টযাগে স্মৃতিচারণায় ফাদার কমল আর্চবিশপ মাইকেলের জীবনের বিভিন্ন গুনাবলী এবং বর্ণাঢ্য জীবন গাঁথা তুলে ধরেন। তিনি আর্চবিশপের প্রার্থনাশীল জীবন সাধনার দিকদর্শন তুলে ধরে বলেন, ‘আর্চবিশপ ছিলেন প্রার্থনাশীল একজন মানুষ। তিনি নিয়মিত প্রার্থনা করতেন, এমনকি ভ্রমণের সময়ও তিনি প্রার্থনা করতে ভুলতে না।’

IMG_0087আর্চবিশপের ব্যক্তিত্ব নিয়ে ফাদার কমল বলেন ‘আর্চবিশপ মাইকেল ছিলেন নিয়ম-শৃক্সক্ষলাশীল একজন মানুষ। তিনি দক্ষতার সাথে পরিচালনা দিতেন। আর্চবিশপ যেমন শাসন করতেন, তেমনি পিতার মতো আদরও করতেন। তিনি কখনো কারো সামনে কাউকে সাহায্য করতেন না, সব সময় গোপনেই সাহায্য করতেন।’

খ্রিস্টযাগের সূচনায় বিশপ শরৎ বলেন, ‘আচবিশপ মাইকেল ছিলেন একজন মহৎপ্রাণ মানুষ। তাকে বাইরে থেকে যেমন দেখা যেত, ভিতরে আসলে তিনি একেবারে নরম মনের একজন মানুষ। তিনি ছিলেন একজন দায়িত্বশীল এবং স্নেহশীল পিতা।

এ দিন আর্চবিশপ মাইকেলের সমাধীতে প্রার্থনা করে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়। গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন সংগঠন আর্চবিশপ মাইকেলের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন।

ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে ঢাকা ক্রেডিটের পরিচালনা পর্ষদের পরিচালক পিটার রতন কোড়াইয়া আর্চবিশপের সমাধীতে শ্রদ্ধা জানান। এছাড়াও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, সেক্রেটারি জেনারেল ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ও সদস্যবৃন্দ, খ্রীষ্টান হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগস্টিন পিউরীফিকেশন, ভাইস-চেয়ারম্যান অনিল লিও কস্তাসহ সাধারন খ্রিস্টভক্ত আর্চবিশপ মাইকেলের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন।

IMG_0104আর্চবিশপ মাইকেল ১৮ জানুয়ারি, ১৯২৬ সালে মুন্সীগঞ্জ জেলার শুলপুর ধর্মপল্লীতে জন্মগ্রহণ করেন। ১৯৫৬ সালের ২২ ডিসেম্বর রোমে যাজকাভিষেক লাভ করেন। ১৯৬৮ সালের ৮ ডিসেম্বর তিনি দিনাজপুরের বিশপ হিসেবে অভিষিক্ত হন এবং দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৮ সালের ৯ এপ্রিল তিনি ঢাকার আর্চবিশপ হিসেবে অধিষ্ঠিত হন এবং ২০০৫ সালের ৯ জুলাই পর্যন্ত দীর্ঘ ২৭ বছর ঢাকার আর্চবিশপের দায়িত্ব পালন করেন। ২০০৭ সালের ১৮ মার্চ এই মহান মানুষটি চিরশান্তিতে পরম পিতার কোলে আশ্রয় নেন।

ঢাকার রমনার বিশপস হাউজের চত্বরে আর্চবিশপ মাইকেলের সমাধী সৌধ রয়েছে। সেখানে অসংখ্য খ্রিস্টভক্ত নিয়মিত প্রার্থনা করেন। প্রতিবছর ১৮ মার্চ আর্চবিশপ মাইকেলের মৃত্যুবাষির্কী উপলক্ষে বিশেষ প্রার্থনা করা হয়। এই মহান মানুষটির মধ্যস্ততায় প্রার্থনা এখন হাজারো মানুষের বিশ্বাস বলে জানা যায়।

আরবি/আরপি/এসএন/১৮ মার্চ, ২০১৭