শিরোনাম :
পরপারে পাড়ি জমালেন তেরেসা চৌধুরী
ডিসিনিউজ ॥ ঢাকা
ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে ৮৬ বছর বয়সে পরপারে চলে গেলেন তেরেসা চৌধুরী!
১৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টায় ফার্মগেট, তেজকুনিপাড়া নিজ বাসগৃহে তিনি প্রাণত্যাগ করেন। ১৯ ফেব্রুয়ারি তেজগাঁও গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগের পর তাকে গির্জার কবরাস্থানে সমাহিত করা হয়। তার অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান হতে অনেকেই অংশগ্রহণ এবং সমাধীতে পুষ্পার্ঘ অর্পন করেন। অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগ উৎসর্গ করেন তেজগাঁওয়ের সহকারী পাল-পুরোহিত রিপন গমেজ।
ঢাকা ক্রেডিটের পরিচালনা পর্ষদ, ঢাকা ন্যাশনাল ওয়াইএমসিএ, সভার ওয়াইএমসিএ, বটমলী হোমস্ উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের কর্তব্য ব্যক্তিরা এ সময় তাঁর আত্মার কল্যাণ কামনা করেন।
ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, রাজা বাজার খ্রীস্টান কল্যাণ সমিতির চেয়ারম্যান মার্সিয়া মিলি গমেজ, ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর সজল যোসেফ গমেজ, পাপড়ি প্যাট্রেশিয়া আরেং, মনিকা গমেজ, পল্লব লিনুস ডি’রোজারিও, ক্রেডিট কমিটির সদস্য উমা ম্যাগডেলিন গমেজ, ঢাকা ন্যাশনাল ওয়াইএমসিএ সেক্রেটারি জেনারেল নিপুন সাংমাসহ আরো অনেকে এ সময় তেরেসা চৌধুরীর আত্মার কল্যাণ কামনা ও শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় তার পরিবারের পক্ষ থেকে ছেলে ডানকেন চৌধুরী উপস্থিত সবাইকে শোকাবস্থায় শান্ত¦না ও বিভিন্ন ধরনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
তেরেসা চৌধুরী বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন। পেশা জীবনে তিনি ছিলেন চট্টগ্রামে সেন্ট স্কলাসটিকাস হাই স্কুলের শিক্ষক। ১৯৫৯-১৯৮৫ সাল পর্যন্ত দীর্ঘদিন এই স্কুলে শিক্ষকতা করেন। পরবর্তীতে তিনি ঢাকায় পাড়ি জমান এবং ছেলে-মেয়েদের সাথেই থাকতেন।
আরপি.এসকে.ডিসিনিউজ/১৯ ফেব্রুয়ারি ২০২০