ঢাকা ,
বার : শনিবার
তারিখ : ১৮ মে ২০২৪
বাংলা : ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা শিল্প-সাহিত্য বইমেলায় স্বপন রোজারিওর বই অথচ তুমি আসবে না

বইমেলায় স্বপন রোজারিওর বই অথচ তুমি আসবে না

0
1058

|| সুমন কোড়াইয়া ||

এ কি অপরূপা সাজে সেজেছ তুমি
অতি চমৎকার মুখমন্ডল, পাপহীন সৌন্দর্র্যমন্ডিত
যেন চাঁদের সৌন্দর্য তোমার কাছে ম্লান হয়ে যায়।
এটা তোমার শেষ সাজ-গোজ বটে।
আকাশ-মাটি জলবিন্দু শুধু তোমারই
অপেক্ষায় প্রহর গুণবে
অথচ তুমি আসবে না আর কোনো দিন।
প্রয়াত মাকে নিয়ে এভাবেই পংত্তিমালা গেঁথেছেন কবি স্বপন রোজারিও। ঢাকা ক্রেডিটের সেক্রেটারিয়েট বিভাগের ম্যানেজার স্বপনের ‘তুমি আসবে না’ কবিতার বই এবারের বই মেলায় এসেছে। খ্রিষ্টীয় যোগাযোগ কেন্দ্রের প্রতিবেশী প্রকাশনী বইটি প্রকাশ করেছে। বইটি পাওয়া যাচ্ছে বইমেলার লিটল ম্যাগাজিন চত্ত্বরে।
কবি স্বপনের কবিতা মনকে সমাজ নিয়ে ভাবায়। মানুষের কষ্টে তিনি নিজেও কষ্ট পান। তার কবিতায় উঠে এসেছে ফুটপাতের অনাহারী মানুষটি।

মানবতা কবিতায় তিনি লিখেছেন-
ডাস্টবিনের খাদ্য মানুষকে খেতে দেখলে
মানবতাবোধ জাগ্রত হয় না…
মানবতা মরে যায়।
মানুষকে ভালোবাসাই প্রকৃত মানবতা।

তিনি লিখেছেন সমাজের মানুষের লোভ, লালসার চাহিদার কথা। লিখেছেন সৃষ্টিকর্তার কথা। মানুষের জীবনে যা যা দরকার। মানুষ যা কিছু নিয়ে বসবাস করে- ক্ষুধা, ভালবাসা, কামনা, বাসনা, প্রেম, ভালোবাসা, আদর, স্নেহ- সবই উঠে এসেছে তার কবিতার গাথুনিতে।

একনিষ্ঠ সমবায় কর্মী হিসেবে তিনি লিখেছেন সমবায় নিয়েও কবিতা-
দশে মিলে গড়তে হবে দেশটাকে ভাই,
সমবায় ছাড়া আর কোনো বিকল্প যে নাই,
আত্ম-নির্ভরশীল সমাজ গড়বে সমবায়,
দশে মিলে কাজ করবো, লজ্জা যে নাই।

তিনি লিখেছেন ছিটমহল, নববর্ষ, বড়দিন, মোবাইল ফোন, ঈদ, পূজা, মানবাধিকার, সীমাবদ্ধতা, ইচ্ছে, সমুদ্র সৈকত, অগ্নিকান্ড, পিলখানা হত্যাযজ্ঞসহ আরো কত কী নিয়ে! তিনি ভুলেননি তার প্রিয় বন্ধু প্রায়াত সুজিত, শ্যামলের কথা। মানুষের জীবনে যেসব উপাদান থাকে, সবই উঠে এসেছে তার কবিতায়। তার বইয়ের প্রেমের কবিতাটির সরল পংত্তি-
তোমাকে একনজর দেখার জন্য…
স্কুলে যাওয়ার রাস্তায় গিয়ে
কত যে নীরবে দাঁড়িয়ে রয়েছি
তার কোনো হিসেব আমার জানা নেই…।

কবি স্বপন রোজারিওকে কুর্নিশ জানাই তার কবিতার বইটির জন্য।