ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট পাগারে ঢাকা ক্রেডিটের শিক্ষা সেমিনার অনুষ্ঠিত

পাগারে ঢাকা ক্রেডিটের শিক্ষা সেমিনার অনুষ্ঠিত

0
225

ডিসিনিউজ ।। সুবীর ডি’ক্রুজ

পাগারে ঢাকা ক্রেডিটের নতুন সদস্য পদ প্রত্যাশি ও সক্রিয় সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হলো ঢাকা ক্রেডিটের শিক্ষা সেমিনার।

২২ জুলাই, ঢাকা ক্রেডিটের আয়োজনে পাগারের সেন্ট বারবারা কমিউনিটি সেন্টারে ঢাকা ক্রেডিটের উপদেষ্টা ও সেন্ট ভিনসেন্ট ডি পল সোসাইটি’র সভাপতি মন্টু মাইকেল রোজারিও’র সভাপতিত্বে এই শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়।

শিক্ষা সেমিনারে বিশিষ্ট অতিথি হিসেবে মঞ্চে আসনগ্রহণ করেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ট্রেজারার পিটার রতন কোড়াইয়া, সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান জন গমেজ, মাউসাইদ ক্রেডিটের চেয়াম্যান সুমন ডি’কস্তা, পাগার ক্রেডিটের ভাইস-চেয়ারম্যান বাবলু রোজারিও, বীর মুক্তিযোদ্ধা রাফায়েল পিউরীফিকেশন, ৪৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সেক্রেটারি চন্দন ফেলিক্স ডি’কস্তা ও ঝন্টু পালমা প্রমুখ।

শিক্ষা সেমিনার সঞ্চালনা করেন ঢাকা ক্রেডিটের এডিশনাল সিইও ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন ও সিও স্বপন রোজারিও।

এ ছাড়াও উপস্থিত ছিলেন বোর্ড অব ডিরেক্টর আনন্দ ফিলিপ পালমা, মনিকা গমেজ, পাপিয়া রিবেরু, ক্রেডিট কমিটির সেক্রেটারি সুব্রত রিচার্ড রোজারিও, সদস্য উমা ম্যাগডেলিন গমেজসহ আরো অনেকে।

অনুষ্ঠানে বক্তারা ঢাকা ক্রেডিটের কর্মযজ্ঞের ভূয়শী প্রশংসা করেন এবং সমিতির সকল উন্নয়নমূলক কাজে সহযোগিতার আশ্বাস দেন। তারা বলেন, ‘ঢাকা ক্রেডিট খ্রিষ্টান সমাজের উন্নয়নের জন্য ব্যাপক কর্মযজ্ঞ পরিচালনা করছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকলক্ষেত্রে ঢাকা ক্রেডিটের অবদান রয়েছে। খ্রিষ্টানদের উন্নয়নের জন্য ঢাকা ক্রেডিটের বিকল্প নেই। আমরা বর্তমান ব্যবস্থাপনা কমিটিকে ধন্যবাদ জানাই নতুন নতুন প্রডাক্ট ও প্রকল্প নিয়ে আমাদের জীবনমান উন্নয়নে ভ‚মিকা রাখছেন। আমরা আপনাদের সাথে রয়েছি এবং সকল প্রকার সহযোগিতা দিতেও আমরা প্রস্তুত।’