ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে ‘শেখ রাসেল দিবস’...

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে ‘শেখ রাসেল দিবস’ পালন (ভিডিও)

0
601

ডিসিনিউজ ।। ঢাকা

আজ জাতীয়ভাবে পালিত হচ্ছে শেখ রাসেল দিবস। প্রতিপাদ্য ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ নিয়ে সারা দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

১৮ অক্টোবর বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে দিবসটি তাৎপর্যপূর্ণভাবে পালন করা হচ্ছে। সকাল ৮টায় তেঁজগাও চার্চে বিশেষ প্রার্থনানুষ্ঠান এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রার্থনানুষ্ঠানের খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ধর্মপল্লীর পাল-পুরোহিত সুব্রত বি. গমেজ।

খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, এসোসিয়েশনের মহাসচিব ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, যুগ্ম-মহাসচিব জেমস সুব্রত হাজরা, ল²ীবাজার শাখার সেক্রেটারি ভিক্টর রে, কেন্দ্রীয় শাখার সদস্য মাইকেল বাড়ৈ, মনিপুরীপাড়া খ্রিষ্টান কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক গিলবার্ট গমেজ, ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর মনিকা গমেজ ও পল্লব লিনুস ডি’রোজারিও, ক্রেডিট কমিটির সদস্য লরেন্স পিটার গমেজ, সুপারভাইজরি কমিটির সদস্য স্টেলা হাজরাসহ খ্রিষ্টভক্তগণ উপস্থিত থেকে দিবসটি গুরুত্বসহকারে পালন করেন।

এ সময় দিবসটির তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, যুগ্ম-মহাসচিব জেমস সুব্রত হাজরা ও ফাদার সুব্রত বি. গমেজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসোসিয়েশনের মহাসচিব ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।

বক্তারা এ সময় দিবসটির গুরুত্ব তুলে ধরে সকলকে এর তাৎপর্য অনুভবের আহ্বান জানান। তারা বলেন, ‘মাত্র ১১ বছর বয়সে বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান শেখ রাসেল পরিবারের অন্যান্যদের সাথে নির্মমভাবে খুন হন। যারা এই হত্যাকান্ড ঘটিয়েছেন তারা কতটা নিষ্ঠুর এবং অবিবেচক হলে এমন জঘণ্য হত্যাকান্ড ঘটাতে পারে। যদিও কিছু দোষীর শাস্তি হয়েছে, এখনো যারা শাস্তির আওতায় আসেনি, অচিরেই মাননীয় প্রধানমন্ত্রী তাদের শাস্তির ব্যবস্থা করবেন বলে আশা করি।’

‘শেখ রাসেল রাজনৈতিক পরিবারে জন্ম এবং বেড়ে উঠছিলেন। আজকের শিশুরা তার আদর্শ অনুসরণ করতে পারে। আগামী ভবিষ্যৎ রচনায় শিশুরা তার অনুপ্রেরণা গ্রহণ করে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবে’ বলেন বক্তারা।