শিরোনাম :
বারাকার পথশিশু রাত্রি যাপন কেন্দ্রের শুভ উদ্বোধন
১০ জানুয়ারি, বাবুবাজার, পুরান ঢাকার বিল্লাল শাহ্ মেডিসিন মার্কেটের ৩য় তলায় বারাকা (বাংলাদেশ মাদকাসক্তি চিকিৎসা ও পূনর্বাসন কেন্দ্র) – এর পথশিশু রাত্রি যাপন কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাদার রবি টি. পিউরিফিকেশন সিএসসি, পরিচালক, বারাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহানা আক্তার, থানা শিক্ষা অফিসার, মোহম্মদপুর, সাকিনা সুলতানা, টিম লিডার, এইচআইভি প্রজেক্ট, কেয়ার বাংলাদেশ ও মো: তাজুল ইসলাম, টেকনিক্যাল কো-অর্ডিনেটর, এইচআইভি প্রজেক্ট, কেয়ার বাংলাদেশ। এছাড়া আরো উপস্থিত ছিলেন উক্ত এলাকায় পথশিশুদের নিয়ে কর্মরত বিভিন্ন বেসরকারী সংস্থার (এনজিও) প্রতিনিধি এবং বারাকার অন্যান্য প্রকল্পের কর্মীবৃন্দ।
প্যাট্রিক এ. রড্রিক্স, ম্যানেজার, বারাকা উপস্থিত অতিথিবৃন্দকে স্বাগত: জানিয়ে বারাকা পথশিশু রাত্রিযাপন প্রতিষ্ঠার স্বপ্ন ও এর বাস্তবায়নের ইতিহাস এবং বারাকার বিভিন্ন ইউনিটের সেবা কার্যক্রমের সংক্ষিপ্ত বর্ননা দেন। অংশগ্রহণকারী অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বারাকার এই রাত্রিযাপন কেন্দ্র প্রতিষ্ঠাকে স্বাগত জানিয়ে শিশুদের প্রশিক্ষণ দিয়ে কোন কাজের উপযোগী করে আত্মনির্ভরশীল করে তোলার পরামর্শ দেন। তাদের বক্তব্যে উঠে আসে বর্তমানে ঢাকায় কত জন শিশু রাস্তায় বসবাস করে তার কোন সঠিক পরিসংখ্যান সরকার বা অন্য কারও কাছে নেই। তারা পরামর্শ রাখেন যে, যেহেতু শিশুরা এখানে রাত্রিযাপন করবে তাই তাদের জন্য থাকা খাওয়ার পাশাপাশি প্রাথমিক শিক্ষা, বিনোদনের জন্য বিভিন্ন সাংস্কৃতিক চর্চার ব্যবস্থা রাখা এবং সর্বোপরি তাদের ভবিষ্যতে স্বাবলম্বী হওয়ার লক্ষে সঞ্চয়ী হতে অনুপ্রাণিত করার বিষয় গুলোর প্রতি খেয়াল রাখা প্রয়োজন । সবশেষে অনুষ্ঠানের সভাপতি বারাকার পরিচালক ব্রাদার রবি পিউরিফিকেশন আজকের এ পথশিশু রাত্রিযাপন কেন্দ্র বাস্তবে রূপ দেয়ার জন্য যাদের অবদান রয়েছে বিশেষ করে কারিতাস জার্মানী, কারিতাস বাংলাদেশ, ব্রাদার্স অব হলিক্রস-বাংলাদেশ, স্থানীয় ওয়ার্ড কাউন্সেলর জনাব বিল্লাল শাহ্, মিসেস নাঈমা ফায়েজীসহ সকল শুভান্যুধায়ীদের ধন্যবাদ জানান ও তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমাদের সকলের এ পরিশ্্রম স্বার্থক হবে তখন যখন এখানে অবস্থানকারী শিশুদের জন্য আমরা কিছু লেখাপড়ার ব্যবস্থা করতে পারবো, প্রশিক্ষণ দিয়ে তাদেরকে কোন কাজের উপযুক্ত করে তুলতে পারব এবং কাজ দিতে পারবো। শিক্ষা গ্রহণ করতে আগ্রহী যারা তাদের জন্য বারাকা প্রশিক্ষণ ও কাজের ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিবে।
বক্তব্য পর্ব শেষে সভাপতি ও অতিথিগণ ফিতা কেটে বারাকা শিশু রাত্রিযাপন কেন্দ্র উদ্বোধন করেন। আগত শিশু ও অতিথিদের দুপুরের খাবার পরিবেশনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আরপি/এসএন/আরএস/১৭ জানুয়ারি, ২০১৭