ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বিসিএ’র মোহাম্মাদপুর শাখার ১ম সাধারণ সভা ও নির্বাচন

বিসিএ’র মোহাম্মাদপুর শাখার ১ম সাধারণ সভা ও নির্বাচন

0
526

বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশন (বিসিএ) মোহাম্মদপুর শাখায় প্রথম সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) মোহাম্মাদিয়া হাউজিং লিঃ মোহাম্মাদপুরে প্রেসবিটেরিয়ান চার্চে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক আন্তন হালদার। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও। বিশেষ অতিথি হিসেবে সেক্রেটারি জেনারেল হেমন্ত আই কোড়াইয়া, বিসিএ মোহাম্মাদপুর শাখার উপদেষ্টা এবং প্রেসবিটেরিয়ান চার্চের প্রধান পালক রেভাঃ সুব্রত বাড়ৈ, বিসিএ মিরপুর শাখার সভাপতি স্বপন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া বিসিএ’র প্রেসিডেন্ট এবং মোহাম্মাদপুর বিসিএ’র উপদেষ্টা মলয় নাথ, সার্জেন্ট লিমা চিসিম, ডা. সিন্থিয়া চক্রবর্তীসহ আরো অনেকে।

সভায় প্রধান অতিথি নির্মল রোজারিও বলেন, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন মোহাম্মাদপুর শাখার প্রথম সাধারণ সভা অত্যন্ত সুন্দর প্রস্তুতির মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। তিনি ভবিষ্যতেও নতুন পরিষদকে এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

আই কোড়ায়া বলেন, বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন মোহাম্মাদপুর শাখা একটি সুন্দর রিপোর্ট উপস্থাপনের মাধ্যমে তাদের প্রথম সাধারণ সভা করেছে, যা অন্যান্য শাখা সংগঠনগুলো অনুকরণ করতে পারে।
সভায় উপস্থিত সদস্য-সদস্যাদের সর্বসম্মতির মাধ্যমে আগামী দুই বৎসরের জন্য ১৭ সদস্য পরিচালনা পরিষদ গঠিত হয়।

নবনির্বাচিত পরিচালনা পরিষদ হলেন: সভাপতি আন্তন হালদার, সহ-সভাপতি-১ জন নীলু চাম্বুগং, সহ-সভাপতি-২ আলবার্ট আশিস বিশ্বাস, সাধারণ সম্পাদক পল্লব ডি রোজারিও, সহ-সাধারণ সম্পাদক বকুল রোজারিও, কোষাধ্যক্ষ রানা দাস, সাংগঠনিক সম্পাদক আলবার্ট জয়ধর, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নিলু বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক তরুন দিও, ধর্মবিষয়ক সম্পাদক সোহেল বাজী, আইনবিষয়ক সম্পাদক সুমনা চিসিম, যুব ও ছাত্রবিষয়ক সম্পাদক আশিস বিশ্বাস, মহিলাবিষয়ক সম্পাদক শেলী বাড়ৈ, নির্বাহী সদস্য-১ উইলিয়াম সাংমা, নির্বাহী সদস্য-২ প্রশান্ত নেংমিঞ্জা, নির্বাহী সম্পাদক-৩ খুশি বিশ্বাস ও নির্বাহী সম্পাদক-৪ শিপ্রা প্যারিশ।

আরপি/২৬ সেপ্টেম্বর, ২০১৭