ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ভারতীয় অতিথিদের সাথে মতবিনিময় সভা

ভারতীয় অতিথিদের সাথে মতবিনিময় সভা

0
521
ভারতীয় অতিথিদের সাথে মতবিনিময় সভা

|| নিজস্ব সংবাদদাতা ||
আজ ভারতীয় দু’জন অতিথির সাথে মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ঢাকা ক্রেডিটের হল রুমে। তারা হলেন বিপুল কায়সার এবং তাঁর স্ত্রী অফিডিয়া কায়সার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ। ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সকল কর্মকর্তাসহ বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া।
মতবিনিময় সভায় ঢাকা ক্রেডিটের কার্যক্রমের ভিডিও ডকুমেন্টরী প্রর্দশন করা হয়। ভারতীয় অতিথি ব্যবসায়ী ও সমাজ সেবক বিপুল কায়সার তাঁর বক্তব্যে বলেন, ‘আমি ঢাকা ক্রেডিটের কর্মকান্ড দেখে অভিভূত। আমার দেখা সবচেয়ে ভাল ক্রেডিট ইউনিয়ন এটি। এই প্রতিষ্ঠান থেকে কোলকাতার ক্রেডিট ইউনিয়নগুলো অনেক কিছুই শিখতে পারে।’
তিনি আরো বলেন, ঢাকা ক্রেডিট শুধু অর্থ নিয়ে কাজ করছে না, সামাজিক উন্নয়নেও কাজ করে যাচ্ছে। তিনি ঢাকা ক্রেডিটের ভূয়সী প্রশংসা করেন।
কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি বিপুল কায়সারের বিষয়ে বলেন, তিনি কোলকাতার কাথলিক ম-লীতে খুবই পরিচিত। তিনি ম-লীতে স্বেচ্ছাসেবা দিয়ে থাকেন।
বাবু মাকুর্জ গমেজ বিপুল কায়সারকে স্বাগত জানিয়ে বলেন, ঢাকা ক্রেডিট দক্ষিণ এশিয়ার সবচেয়ে পুরাতন ক্রেডিট ইউনিয়ন। এই প্রতিষ্ঠান ব্যাপক সফলতা এনে দিয়েছে। উন্নততর সমাজ গড়তে ঢাকা ক্রেডিট দৃশ্যমান ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’
পরিশেষে ধন্যবাদ দেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ।
এসসি/আরপি/২১/০৭/২০১৯

আরো পড়ুন:

ঘরে বসে অনলাইনে আয় করছেন খ্রীষ্টিনা

আইটি পেশাজীবীদের নিয়ে ঢাকা ক্রেডিটের মতবিনিময়