শিরোনাম :
শুরু হলো ওয়াইএমসিএ’র জাতীয় যুব সম্মেলন-২০২১
ডিসিনিউজ ।। সাভার
ঢাকার সাভারে শুরু হয়েছে ওয়াইএমসিএ’র জাতীয় যুব সম্মেলন-২০২১।
১১ নভেম্বর সকাল ৯টায় সাভার রেডিও কলোনীস্থ ওয়াইএমসিএ ইন্টারন্যাশনাল হাউজের কনফারেন্স হলে ন্যাশনাল ওয়াইএমসিএ’র প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ দুইদিন ব্যাপী এই যুব সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। ১১-১২ নভেম্বর পর্যন্ত আঞ্চলিক ওয়াইএমসিএ’র সদস্যদের অংশগ্রহণে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনকালে প্রেসিডেন্ট বাবু মার্কুজ বলেন, ‘বর্তমানের দৃশ্যপট পরিবর্তন হয়েছে। এখন যুবরাই ওয়াএমসিএ’র নেতৃত্ব দিচ্ছে। তার মধ্যে নারীর অংশগ্রহণ বেশি। সুতরাং নারী নেতৃত্বও সৃষ্টি হচ্ছে। আশি ও নব্বইয়ের দশকে ওয়াইএমসিএ কিছুটা বয়স্কগণ নেতৃত্ব দিত, কিন্তু বর্তমানে যুবরাই বেশি নেতৃত্ব দিচ্ছে। আপনারা বোর্ডে আসলে আপনাদের ভয়েস রেইস করার সুযোগ সৃষ্টি হবে, সুতরাং সবার কাছে আহŸান থাকবে, আপনারা সবাই লিডারশীপে এগিয়ে আসুন এবং সেইভাবে নিজেকে গড়ে তুলুন। আশা করি এই সম্মেলনে আপনারা সকলে সক্রিয় অংশগ্রহণ করবেন।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল ওয়াইএমসিএ’র সেক্রেটারি জেনারেল নিপুন সাংমা, ভাইস প্রেসিডেন্ট হিউবার্ট রোজারিও এবং জনসন প্রিন্স গুহ।
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন বিল্পব রাংসা।
উল্লেখ্য, আগামী ১২ নভেম্বর সাভারে নবনির্মিত ওয়াইএমসিএ ইন্টারন্যাশনাল হাউজ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হবে।