শিরোনাম :
সকল জরাজীর্ণতাকে ঝেরে, নতুনকে বরণ করে ঢাকা ক্রেডিট কর্তৃক বাংলা নববর্ষ পালন
ডিসিনিউজ ।। ঢাকা
সকল জরাজীর্ণতাকে ঝেরে ফেলে নতুনকে বরণ করে ঢাকা ক্রেডিট মহারম্ভরে পালন করলো বাংলা নর্ববর্ষ। বরণ করে নিল ১৪২৯ বঙ্গাব্দ।
১৩ এপ্রিল সকাল ৯টায় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে নববর্ষের অনুষ্ঠান শুরু হয়। এরপর ঢাকা ক্রেডিটের বিকে গুড কনফারেন্স হলে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিও, এডিশনাল প্রধান নির্বাহী অফিসার রঞ্জন ডমিনিক পিউরীফিকেশন ও শীরেন সিলভেস্টার গমেজ, সিও স্বপন রোজারিও, সিও জোনাস গমেজ, সিও খোকন মার্ক কস্তাসহ ঢাকা ক্রেডিটের কর্মীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রেসিডেন্ট পংকজ কস্তা বলেন, ‘সবাই নিজেদের একটু বিনোদন দিন। একটু রিফ্রেস হন। তাতে জীবনে সজিবতা আসে এবং গতি আসে। আজকে জীবনে পাওয়া না পাওয়ার জীর্ণতাকে ভুলে, নতুনকে বরণ করার দিন। আমরা শুরুতেই একটু হিসেবে করে, একটু পরিকল্পনা নেই, কি করবো বা কি করবো না, সেই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে রাখি। ঢাকা ক্রেডিট এদেশে সবচেয়ে পুরাতন ও অনুকরণীয় ক্রেডিট। তাই নিজেদেরও যেন সেই ভাবে সাজাই এবং অনুকরণীয় করি।
এ দিন অন্যান্য অতিথি বৃন্দরা সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নববর্ষের আনন্দে জীবন জীবন সাজানোর আহ্বান জানান।