ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট সদস্যদের গরু মোটা-তাজাকরণ ও গাভী পালন প্রশিক্ষণ দিচ্ছে ঢাকা ক্রেডিট (ভিডিও)

সদস্যদের গরু মোটা-তাজাকরণ ও গাভী পালন প্রশিক্ষণ দিচ্ছে ঢাকা ক্রেডিট (ভিডিও)

0
619

ডিসিনিউজ ।। গাজীপুর

ঢাকা ক্রেডিটের উদ্যোক্তা তৈরি প্রকল্পের মাধ্যমে শুরু হলো প্রশিক্ষণ কর্মসূচি। গরু মোটা-তাজাকরণ ও গাভী পালন প্রশিক্ষণ দিয়ে এই প্রকল্পের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা।

২০ অক্টোবর সকাল ৯টায় গাজীপুরের মঠবাড়ীতে ডিসি রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টারে উক্ত প্রশিক্ষণ কর্মশালার প্রথমধাপের কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর মনিকা গমেজ, প্রকল্প বাস্তবায়নকারী ঢাকা ক্রেডিটের অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, ঢাকা ক্রেডিটের আইনবিষয়ক পরামর্শক অ্যাডভোকেট শাহীন বেপারী, ম্যানেজার (অপারেশন) বিপুল টি. গমেজ, ম্যানেজার (মার্কেটিং) স্ট্যানিসলাস সোহেল রোজারিও। প্রশিক্ষণ সমাপ্ত হবে ২১ অক্টোবর।

প্রকল্প বাস্তবায়নকারী ডমিনিক রঞ্জন বলেন, ‘ঢাকা ক্রেডিটের সদস্যদের জীবনমান উন্নয়নে এবং দেশের খাদ্য উৎপাদনের লক্ষে ঢাকা ক্রেডিট এই প্রকল্পটি হাতে নিয়েছে। এর মাধ্যমে আমরা প্রায় ৫শ সদস্যকে প্রশিক্ষণ ও আর্থিক ঋণ সহায়তা প্রদান করবো। গরু মোটা তাজাকরণ, গবাদী পশু ও হাস-মুরগী পালন, সমন্বিত মাছ চাষ, কৃষি ফার্ম, আইসিটি, ক্ষুদ্র ব্যবসা, ই-কর্মাস, আউট সোর্সিংসহ নানা বিষয়ে প্রশিক্ষণ ও ঋণ সহায়তা দিয়ে সদস্যদের আত্মনির্ভরশীল করাই এই প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য।’

উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া বলেন, ‘ঢাকা ক্রেডিট ঐতিহ্যগত ঋণ কার্যক্রমের বাইরে এসে সদস্যদের জীবনমান উন্নয়নের লক্ষে উদ্যোক্তা তৈরি করার প্রয়াসে ‘উদ্যোক্তা তৈরি’ প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচি এবং এর সাথে আর্থিক ঋণ সহায়তার ব্যবস্থা করেছে। ফাদার চার্লস জে. ইয়াং সিএসসি সব সময়ই এদেশের খ্রিষ্টানদের আর্থসামাজিক উন্নয়ন ও মর্যাদা প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছেন। ঢাকা ক্রেডিটও সেই মতো কাজ করে যাচ্ছে। তাই সময়ের সাথে তাল মিলিয়ে উন্নয়ন লক্ষ্যমাত্রা ত্বরান্বিত করতে ঢাকা ক্রেডিট এই প্রকল্প হাতে নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আজ প্রথমধাপে প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। আশা করি, এই প্রশিক্ষণ গ্রহণ করে আপনারা আত্মনির্ভরশীল হয়ে পরিবার ও দেশে খাদ্য উৎপাদনে অবদান রেখে নিজেরাও স্বনির্ভর হবেন।’ এ সময় তিনি প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

প্রধান অতিথি ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা বলেন, ‘আমরা ব্যবসায় শুরু করলে আমাদের অনেক খাটতে হবে। ব্যবসার পেছনে সময় ব্যয় করতে হবে। আন্তরিক না হতে পারলে আমরা সফল হতে পারবো না। শুরুটা করতে হবে কঠোর পরিশ্রম নিয়ে। মনে করতে হবে, এটার মাধ্যমেই আমাদের রুটি-রুজির ব্যবস্থা হবে। আজ আপনারা এখানে প্রশিক্ষণ নিয়েছেন, তা প্রয়োগের মাধ্যমে পরিশ্রম করে ব্যবসা প্রতিষ্ঠিত করতে হবে। এখানে বিলাসিতার কিছু না, আপনারা প্রশিক্ষণ নিবেন, ঋণ গ্রহণ করবেন এবং আমরা নিয়মিত মনিটরিং করবো। এর থেকে ব্যত্যয় হলে চলবে না। তবে, কখনোই কোনো অসুস্থ প্রতিযোগিতায় যাবেন না।’

তিনি আরও বলেন, ‘আপনারা আত্মনির্ভরশীল হন, স্বচ্ছল জীবনযাপন করেন এই কামনা করি। আমাদের আয়ের সাথে ব্যয়ের সমন্বয় করে চলতে হবে। আপনারা সফল হন, ঢাকা ক্রেডিট সব সময় আপনাদের পাশে থাকবে।’

এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর মনিকা গমেজ, ম্যানেজার (অপারেশন) বিপুল টি. গমেজ । উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ম্যানেজার (মার্কেটিং) স্ট্যানিসলাস সোহেল রোজারিও।

গরু মোটা-তাজাকরণ ও গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন কালীগঞ্জ উপজেলার প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. কামরুল ইসলাম এবং সহকারী প্রাণী সম্পদ ও সম্প্রসারণ কর্মকর্তা মো. সেলিম ফরহাদ শিহাব।

দুই দিন ব্যাপি অনুষ্ঠিত প্রশিক্ষণে স্থানীয় খামারচাষীসহ নতুন উদ্যোক্তা প্রত্যাশী ২৩ জন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের সার্বিক ব্যাবস্থাপনায় রয়েছেন প্রকল্প বাস্তবায়নকারী অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন।