ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা আন্তর্জাতিক সিরিয়ার দামেস্কে বিদ্রোহীদের হামলার পর তুমুল সংঘর্ষ

সিরিয়ার দামেস্কে বিদ্রোহীদের হামলার পর তুমুল সংঘর্ষ

0
365

সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তুমুল লড়াই চলছে।

জোবার জেলায় বিদ্রোহীরা হঠাৎ হামলা চালালে, তার জবাবে সরকারি বাহিনী বিমান হামলা চালাতে থাকে। মানবাধিকার কর্মীরা জানাচ্ছে, রোববার গাড়ি বোমা বিস্ফোরণ ও আত্মঘাতী হামলার মধ্য দিয়ে এ হামলা শুরু হয়। সিরিয়ার রাষ্ট্রীয় মাধ্যম জানাচ্ছে, হামলায় বিদ্রোহীরা গোপন টানেল ব্যবহার করেছে।

অন্যদিকে সেনাবাহিনী দাবি করছে, তারা বিদ্রোহীদের হটিয়ে দিতে সক্ষম হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে সরকারের যুদ্ধবিমান ৩০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে।

বার্তা সংস্থা এএফপির সংবাদদাতা দামেস্ক থেকে জানাচ্ছেন, শহরের গুরুত্বপূর্ণ আব্বাসিদ স্কয়ারে ঢুকার সকল রুট বন্ধ করে দিয়েছে সেনাবাহিনী।