ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ২৪ জন যুবক পেলেন ড্রাইভিং লাইন্সেস

২৪ জন যুবক পেলেন ড্রাইভিং লাইন্সেস

0
784
২৪ জন খ্রিষ্টান যুবক পেলেন ড্রাইভিং লাইন্সেস

রবীন ভাবুক:

ঢাকা ক্রেডিট বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষে নিটল টাটা সাথে যৌথ্যভাবে ড্রাইভিং প্রশিক্ষণ দিচ্ছে। ইতিমধ্যে চারটি ব্যাচ ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করেছেন খ্রিষ্টান যুবকরা। ১৩ জুলাই বিকাল ৪টায় ঢাকা ক্রেডিটের বিকে গুড কনফারেন্স হলে  ২৪ জন খ্রিষ্টান যুবক প্রশিক্ষণার্থী ড্রাইভিং লাইন্সেস গ্রহণ করেছেন। ড্রাইভিং লাইন্সেস বিতরণ করেছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ ।

ড্রাইভিং লাইন্সেস বিতরণ অনুষ্ঠানে প্রেসিডেন্ট বাবু মার্কুজ প্রশিক্ষিত ড্রাইভারদের উৎসাহ দিয়ে বলেন, ‘অনেকে মনে করেন, ড্রাইভিং পেশা সম্মানের নয়। কিন্তু আজ বলছি আগামী দশ বছর পর একজন গাড়ি চালকের বেতন একজন ব্যাংক অফিসারের সমান হবে। যারা আজ নিটল টাটার মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে বৈধ লাইন্সেস গ্রহণ করছেন, তাদের চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তা ছাড়া আপনাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে যতটুকু সহযোগিতা দেওয়া প্রয়োজন, ঢাকা ক্রেডিট তা করবে।’

তিনি আরো বলেন, ‘আপনারা পেশাকে কখনো অবহেলা করবেন না। ড্রাইভিং পেশা আগামী দশ বছর পর অনেক চাহিদাসম্পন্ন পেশায় রূপ নিবে বলে।’

আরো পড়ুন: ফাদার পরিমল ফ্রান্সিস পেরেরা সিএসসি আর নেই 

তিনি প্রশিক্ষিত ড্রাইভারদের বলেন, আপনারা ভাগ্যবান যে, নিটল টাটার মাধ্যমে ম্যানুয়াল পদ্ধতিতে ড্রাইভিং প্রশিক্ষণ নিয়েছেন। কারণ যেকোনো বড় প্রতিষ্ঠানে চাকরি নিতে হলে তারা ম্যানুয়ালে প্রশিক্ষিত ড্রাইভার চায়। কিন্তু বর্তমানে অটোগিয়ার গাড়ির মাধ্যমেই বেশি প্রশিক্ষণ দেওয়া হয়। আপনারা আজ নতুন লাইন্সেস পাচ্ছেন। বাংলাদেশে যে পরিমাণ গাড়ি, তার অর্ধেকের বেশি গাড়িচালকদের বৈধ লাইন্সেস নেই। দেশে বর্তমানে দুর্ঘটনা বেড়ে চলেছে। এক্ষেত্রে সরকার মটরযান আইন সংশোধন করে দুর্ঘটনায় দায়িদের জন্য অজামিনযোগ্য আইন বা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান করেছে। সরকার তার আইনে কঠোর অবস্থানে থাকলে আপনাদের যারা বৈধ এবং হেভি লাইন্সেস পাবেন তাদের মূল্য অনেক বেড়ে যাবে। এ ছাড়াও নিটল টাটা বিআরটিএ’র সাথে যে চুক্তি করতে যাচ্ছে, তাতে আপনার আগামী বছরই হেভি লাইন্সেস পেতে পারেন।

নিটল টাটা মটরস্’র সহকারী মার্কেটিং ম্যানেজার জেরাল্ড কস্তা বলেন, ‘ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ একটা মহৎ উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছেন। বেকার যুবকদের আশার পথ দেখাতেই তিনি নিটল টাটার সাথে ঢাকা ক্রেডিটের যৌথ্যভাবে ড্রাইভিং প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। আপনারা আজ গাড়ি চালনার লাইন্সেস পাচ্ছেন। এখানেই শেষ নয়, আপনাদেরও দায়িত্ব রয়েছে নিজ নিজ এলাকায় বেকার যুবকদের এই প্রশিক্ষণের বিষয়ে জানানোর।’

২৪ জন খ্রিষ্টান যুবক পেলেন ড্রাইভিং লাইন্সেস

‘বেকারদের সমাজে কোনো গ্রহণযোগ্যতা নেই। আমরা চাই না খ্রিষ্টান সমাজ তথা পুরো সমাজেই কোনো বেকার থাকুক। বিআরটিএ’র সাথে আমাদের চুক্তি হলে অচিরেই আপনাদের হেভি লাইন্সেস দেওয়া হবে’ বলেন সহকারী ম্যানেজার জেরাল্ড।

অন্যান্য বক্তারা বলেন, আজকের দিনটি অনেক গুরুত্বপূর্ণ। যারা নতুন ড্রাইভিং প্রশিক্ষণ নিয়েছেন তারা আজ লাইন্সেস পাচ্ছেন। আপনারা ঢাকা ক্রেডিটের মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণ নিয়েছেন, তাই আমাদেরও আজ আনন্দের দিন। আপনাদের নিয়ে আমরা আরো অনেকদূর যেতে পারবো এই আশা করি। আপনাদের চাকরি ক্ষেত্রে বা বিদেশ গমনের ক্ষেত্রেও ঢাকা ক্রেডিট এবং নিটল টাটা সহযোগিতা করবে।

লাইন্সেস গ্রহণকারী বেনেডিক্ট কস্তা সহভাগিতায় ডিসিনিউজকে বলেন, ‘আজ আমাদের অনেক আনন্দ হচ্ছে, কারণ অনেক কাঙ্খিত লাইন্সেসটি আজ পেয়েছি। এর মাধ্যমে আমি উপার্জনের পথে যেতে পারবো।’

ড্রাইভিং প্রশিক্ষণ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রশিক্ষণার্থীরা।

আরো পড়ুন: স্বপ্ন যাবে বাড়ি আমার!

ড্রাইভিং প্রশিক্ষণ ও পরবর্তীতে ঢাকা ক্রেডিটের মাধ্যমে পেশাদারি প্রশিক্ষণ নিয়ে বেনেডিক্ট কস্তা বলেন, ড্রাইভিং প্রশিক্ষণ এবং পরবর্তীতে পেশাদারি প্রশিক্ষণ আমাদের বাস্তবতায় কাজে লাগবে। আমরা এই প্রশিক্ষণের মাধ্যমে কেউ-ই পিছিয়ে থাকবো না। ড্রাইভিং প্রশিক্ষণের পর ঢাকা ক্রেডিটের যে পেশাদারি প্রশিক্ষণ নিয়েছি, তা ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী অফিসার লিন্টু সি. গমেজ, সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান জন গমেজ, সেক্রেটারি মানিক লরেন্স রোজারিও, সদস্য স্টেলা হাজরা ও পাপড়ী আরেংসহ আরো অনেকে।

অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা ক্রেডিটের মার্কেটিং বিভাগের সিনিয়র অফিসার ইনচার্জ সোহেল রোজারিও।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা ক্রেডিটের সহকারী প্রধান নির্বাহী অফিসার লিটন টি. রোজারিও, নিটল টাটা মটরস্’র সিনিয়র মার্কেটিং অফিসার সাফিউল ইসলাম। ধন্যবাদ বক্তব্য রাখেন ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর রতন পিটার কোড়াইয়া।

আরো পড়ুন:

টিনের ঘর থেকে অট্টালিকা 

শেরপুরে খ্রিষ্টান কিশোরীর ধর্ষণের মামলা তুলে নিতে জীবননাশের হুমকি

বিশ্বে যোগাযোগের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ভাল ইংরেজি জানা

ঢাকার ক্রেডিটে নিয়োগ বিজ্ঞপ্তি

খ্রিষ্টান সমাজের ৯ জনকে সম্মাননা দিল ঢাকা ক্রেডিট

আফ্রিকার উগান্ডায় ব্রাদার নিহত