শিরোনাম :
অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন সেপ্টেম্বরেই মিলতে পারে
ডিসিনিউজ ।। ঢাকা
করোনাভাইরাস রোধের কোনো কিনারাই খুঁজে পাচ্ছে না সারাবিশ্বের বিশেষজ্ঞরা। তার মধ্যেও আশার আলো দেখাচ্ছে অক্সফোর্ডের বিজ্ঞানীরা। (খবর: রয়টার্স)
বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসের অন্তত ১৫৫টি করোনার প্রতিষেধক নিয়ে গবেষণা চলছে। এর মধ্যে ২৩টি কার্যকর ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল চলছে। এই ২৩টি কার্যকর ভ্যাকসিনের মধ্যে তিনটির চূড়ান্ত পর্যায়ের হিউম্যান ট্রায়াল চলছে। এর মধ্যে অন্যতম হল অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি করোনা ভ্যাকসিন।
জানা গেছে, ব্রিটেন, আমেরিকা, ব্রাজিল মিলিয়ে ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের ওপর ভ্যাকসিনটিরশেষ পর্যায়ের ট্রায়াল চলছে। শিগগিরই শেষ হবে এই ট্রায়াল। তবে কবে পাওয়া যাবে বহুল কাঙ্খিত এই করোনা ভ্যাকসিন সেই প্রশ্নের উত্তর এবার মিলল।
লন্ডনের বার্কশায়ার রিসার্চ এথিক্স কমিটির চেয়ারম্যান ডেভিড কার্পেন্টার জানান, নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে সমস্ত পরীক্ষা-নিরীক্ষা। সেপ্টেম্বরের মধ্যেই মিলতে পারে অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি করোনা ভ্যাকসিন । অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি করোনা ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দেওয়া বা এর পর্যবেক্ষণের দায়িত্ব রয়েছে এই বার্কশায়ার রিসার্চ এথিক্স কমিটির ওপরেই।
ডেভিড কার্পেন্টার বলেন, নির্দিষ্ট ভাবে কোনও তারিখ বলা হয় তো কারও পক্ষেই সম্ভব নয়। তবে মোটামুটি সেপ্টেম্বরের শুরুর দিকেই মিলতে পারে অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি করোনা ভ্যাকসিন। শুরু থেকেই যাতে যথেষ্ট পরিমাণে টিকার যোগান দেওয়া যায়, সেই লক্ষ্যেই এগোচ্ছে উৎপাদনকারী সংস্থাগুলো।
অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি প্রতিষেধকটির তৃতীয় তথা শেষ পর্যায়ের ট্রায়াল চলছে। করোনার বিরুদ্ধে দীর্ঘমেয়াদী প্রতিরোধ গড়তে সক্ষম তাদের তৈরি টিকা, এমনটাই দাবি করেছেন অক্সফোর্ডের প্রতিষেধক গবেষণার প্রধান ড. সারাহ গিলবার্ট। গিলবার্ট জানান, করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সফল হয়েছে এই টিকা। একাধিক পরীক্ষায় তার প্রমাণও মিলেছে।