ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের নবনির্বাচিত বোর্ডকে সংবর্ধনা

ঢাকা ক্রেডিটের নবনির্বাচিত বোর্ডকে সংবর্ধনা

0
361

কর্মী-সমর্থক ও নেতৃবৃন্দদের কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ।

১৮ জানুয়ারি, বুধবার সন্ধ্যা ৬টায় তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টারে দি খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: ঢাকা-এর নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

ন্যায় সত্য সুন্দর দল নির্বাচনোত্তর এই সংবর্ধনা ও কৃতজ্ঞতা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে ন্যায় সত্য সুন্দর দলের কয়েক হাজার কর্মী-সমর্থক ছাড়াও ঢাকা হাউজিং সোসাইটি, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন, কাককো, ঢাকায় অবস্থারত দেশের নানা প্রান্তের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ছাত্র সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সংহতি বক্তব্য প্রদান করেন।

022নেতৃবৃন্দ ফুল দিয়ে ঢাকা ক্রেডিটের নবনির্বাচিত বোর্ডকে অভিনন্দন জানান।

ডমিনিক রঞ্জন পিউরিফিকেশন নবনির্বাচিত প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজকে সকলের প্রেসিডেন্ট হওয়ার আহ্বান জানান।

বাসন্তী রিবেরু নবনির্বাচিত বোর্ডের সদস্যদের উদ্দেশ্যে করে বলেন, ‘আপনারা সবাইকে সমান চোখে দেখবেন।’ সদস্যদের সর্বোচ্চ সেবা নিশ্চিতের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নীতি-নির্ধারণী পর্যায়ে নারীদের মতামতকে আমলে নিবেন এবং ইস্তেহার বাস্তবায়ণে সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন।’

দি খ্রিষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এর চেয়ারম্যান আগষ্টিন পিউরিফিকেশন বলেন,  এ জয় সত্যের জয়। বাবু মার্কুজ পূণনির্বাচিত হয়ে প্রমাণ করেছেন প্রতিষ্ঠানে তাঁকে আবারও দরকার। তবে যে নোংরামি প্রতিপক্ষ দল করেছে, তা অত্যন্ত দুঃখজনক। তবে সত্যের জয় হবেই। তিনি বলেন, অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, যাদের কারণে এ পরিস্থিতির তৈরি হলো জনগণের আদালতে তাদের বিচার হোক।

নবনির্বাচিত সেক্রেটারি পঙ্কজ গিলবার্ট কস্তা তাঁর বক্তব্যে বলেন, ‘আমাদের প্রাণের প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনে আপনাদের সর্বাত্নক সাহায্য ও সহযোগিতা কামনা করি।’

আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং বলেন, নির্বাচনের নামে প্রতিপক্ষ যা করেছে তা দুঃখজনক। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনী আচরণবিধি থাকা দরকার। যারা রাষ্ট্রের কাছে খ্রিষ্টান সমাজকে দ্বিধাবিভক্ত ও হেয় প্রতিপন্ন করতে চায়, তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ারও আহ্বান জানান তিনি।

নবনির্বাচিত প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমাদের পাশে থেকে আপনারা খ্রিষ্টান সমাজকে বাঁচিয়েছেন।

03নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকদের একাংশ

তিনি নারীদের বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নারী কর্মীরা সমস্ত ভয়-ভীতির উর্দ্ধে উঠে, গুজব আমলে না নিয়ে একযোগে কাজ করে গেছেন। নারী প্রতিনিধিদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনাদের সহযোগিতায় স্বচ্ছ, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’ তিনি খ্রিষ্টান সমাজ ও ন্যায়-সত্য-সুন্দর দলের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আরও বলেন, ‘আমার সমস্ত প্রচেষ্টা, মেধা ও সততা দিয়ে আমি ভবিষ্যতে আপনাদের বিশ্বাসের মূল্য দিতে চাই। জীবনের উত্তাল মুহুর্তে সাহস যোগানোর জন্য, পাশে থাকার জন্য তিনি সহধর্মিনীকেও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, ‘মিথ্যার বেসাতি আমাদের খ্রিষ্টান সমাজকে ধাক্কা দিয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে খ্রিষ্টান সমাজকে শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড় করাতে চাই, সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণ করতে চাই। ন্যায়-সত্য-সুন্দর দলের আহ্বায়ক ও বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও বলেন, এ জয় সত্যের, এ জয় ন্যায়-সত্য-সুন্দর দলের। তিনি বলেন, ‘বাবু মার্কুজ গমেজ শক্তিশালী খ্রিষ্টান সমাজ বিনির্মাণে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। আমরা তাঁর সঙ্গে  থাকি, সহযোগিতা করি।’

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি, ২০১৭ ঢাকা ক্রেডিটের ৬১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রতিনিধির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাবু-শীরেন-পঙ্কজ-বিপুল পরিষদ বিপুল ভোটে জয় লাভ করেন।

এসএন /আরবি/আরপি/ ১৯ জানুয়ারি, ২০১৭