ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট মিরপুরে ঢাকা ক্রেডিটের নতুন সদস্য হলেন ৫০ জন

মিরপুরে ঢাকা ক্রেডিটের নতুন সদস্য হলেন ৫০ জন

0
362

ডিসিনিউজ ॥ ঢাকা

মিরপুরে ঢাকা ক্রেডিটের সেবাকেন্দ্রে প্রি-মেম্বারশীপ ক্লাশের মাধ্যমে ৫০ জন যুবক-যুবতী ঢাকা ক্রেডিটের সদস্য হয়েছেন।

 ২২ সেপ্টেম্বর বিকালে তাদেরকে ক্লাশ প্রদান করেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, বিপণন বিভাগের ম্যানেজার সোহেল রোজারিও ও মিরপুর সেবাকেন্দ্রের ইনচার্জ শিল্পী এ ডি কস্তা।

ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া প্রি-মেম্বারশীপ ক্লাশে অংশগ্রহণকারীদের স্বাগত জানান। তিনি ঢাকা ক্রেডিটের বিভিন্ন প্রকল্প ও প্রোডাক্ট সম্বন্ধে তাদের ধারণা দেন। তিনি তাদের ঢাকা ক্রেডিট মুখী হতে বলেন এবং ভবিষ্যতে যুবারা যেন সমবায়ের নেতৃত্বে আসেন সেই আহ্বান করেন।

ঢাকা ক্রেডিটের বিপণন বিভাগের ম্যানেজার সোহেল রোজারিও ও মিরপুর সেবাকেন্দ্রের ইনচার্জ শিল্পী এ ডি কস্তা অংশগ্রহণকারীদের ঢাকা ক্রেডিটের সদস্য হয়ে সমিতির সুযোগ সুবিধা গ্রহণ করে নিজের ও পরিবারের আর্থসামাজিক উন্নয়ন করার পরামর্শ দেন।