ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের পরিকল্পনা ও উন্নয়ন কমিটির মতবিনিময় সভা

ঢাকা ক্রেডিটের পরিকল্পনা ও উন্নয়ন কমিটির মতবিনিময় সভা

0
333

ডিসিনিউজ ॥ ঢাকা

অনুষ্ঠিত হলো ঢাকা ক্রেডিটের পরিকল্পনা ও উন্নয়ন কমিটির মতবিনিময় সভা।

২৬ অক্টোবর সন্ধ্যা ৬টায় ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তার সভাপতিত্বে সমিতির বিকে গুড কনফারেন্স হলে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সঞ্চালনা করেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেড-এর চেয়ারম্যান নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, ট্রেজারার পিটার রতন কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের নারী কমিটির যুগ্ম আহ্বায়ক মঞ্জু মারীয়া পালমা, ন্যাশনাল ওয়াইএমসিএস’র জেনারেল সেক্রেটারি নিপুন সাংমাসহ পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সদস্য এবং ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর, ক্রেডিট কমিটি ও সুপারভাইজরি কমিটির সদস্যবৃন্দ।

মতবিনিময় সভায় প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ঢাকা ক্রেডিটের উন্নয়ন বিষয়ক চিত্র তুলে ধরেন। তিনি ঢাকা ক্রেডিটের চলমান ও আগত উন্নয়ন কার্যক্রম বিষয়ে আলোচনা করেন। এ ছাড়াও তিনি ঢাকা ক্রেডিটের মেগা প্রকল্প ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের সর্বশেষ নির্মাণ অবস্থা সম্পর্কে আলোকপাত করেন। তিনি খ্রিষ্টান সমাজের উন্নয়নের জন্য উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। নিজস্ব খামার ব্যবস্থাপনায়ও উন্নয়ন সম্ভব বলে তিনি উল্লেখ করেন। এক্ষেত্রে ঢাকা ক্রেডিট উদ্যোক্তা সৃষ্টি প্রকল্পের মাধ্যমে গরু মোটা তাজকরণ, গাভী পালন, মাছ চাষ, কৃষিজ বিভিন্ন প্রকল্প শুরু করার অনুপ্রেরণা দেন।

সভার এক পর্যায়ে নেতৃত্ব সৃষ্টির দিকেও সকলকে নজর দিতে বলেন। কারণ সঠিক, সৎ এবং যোগ্য নেতৃত্ব না আসলে সমাজের উন্নয়ন সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন। এছাড়া তিনি ঢাকা ক্রেডিট, চার্চ ও খ্রিষ্টান প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে সামাজিক উন্নয়নের কথা তুলে ধরেন।

সভায় বক্তব্য রাখেন কাককোর চেয়ারম্যান নির্মল রোজারিও, ন্যাশনাল ওয়াইএমসিএস’র জেনারেল সেক্রেটারি নিপুন সাংমা এবং ঢাকা ক্রেডিটের নারী কমিটির যুগ্ম আহ্বায়ন মঞ্জু মারীয়া পালমা। সভার শেষে ধন্যবাদ বক্তব্য প্রদান করেন ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের উপদেষ্টা থিওফিল রোজারিও, ঢাকা ক্রেডিটের ডিরেক্টর মনিকা গমেজ, পাপড়ী প্যাট্রিসিয়া আরেং, সলোমন আই রোজারিও, প্রত্যেশ রাংসা, সজল যোসেফ গমেজ, আনন্দ ফিলিপ পালমা, পল্লব ডি’রোজারিও ও পাপিয়া রিবেরু, সুপারভাইজরি কমিটির সদস্য মাধবী অনিতা গমেজ, ক্রেডিট কমিটির চেয়ারম্যান সুকুমার লিনুস ক্রুশ, সদস্য অন্তর মানকিন, লরেন্স পিটার গমেজ ও উমা ম্যাগডেলিন গমেজ, কারিতাস ডেভলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক থিওফিল নকরেক, মটসের পরিচালক ডমিনিক দিলু পিরিছ, মাউসাইদ খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর সাবেক চেয়ারম্যান ডেভিড প্রবীন রোজারিও, ঢাকা খ্রীষ্টিয়ান বহুমুখী সমবায় সমিতির প্রাক্তন চেয়ারম্যান প্রদীপ সরকার, হারবাইদ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর চেয়ারম্যান পবিত্র ফ্রান্সিস কস্তা, ঢাকা ক্রেডিটের পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সদস্য আলবার্ট মিত্র, এ যোসেফ দাস, নিরাপদ হালদার, মোশী মন্ডল, রোজমেরী জয়ধর, সিসিলিয়া রোজারিও, ঢাকা ক্রেডিটের অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, ঢাকা ক্রেডিটের চিফ অফিসার স্বপন রোজারিও প্রমুখ।