শিরোনাম :
স্বাস্থ্যনিরাপত্তা স্কীম থেকে চিকিৎসা খরচ পেলেন এঞ্জেল মুরমু (ভিডিও)
সুমন কোড়াইয়া || ঢাকা
অসুস্থতা বা দুর্ঘটনা বলে কয়ে আসে না। আপনার দুঃসময়ে ত্রাতা হতে পারে ঢাকা ক্রেডিটের স্বাস্থ্যনিরাপত্তা স্কীম। এই স্কীমের মাধ্যমে আপনি চিকিৎসা খরচ পাবেন। আপনি যদি ঢাকা ক্রেডিটের সদস্য হয়েও এই স্কীমের সদস্য হয়ে না থাকেন, দ্রুত সদস্য হোক- নিশ্চিত করুন আপনার স্বাস্থ্য সুরক্ষা।
সাম্প্রতিক ঢাকা ক্রেডিট স্বাস্থ্যনিরাপত্তা স্কীম থেকে চিকিৎসা খরচ পেলেন এঞ্জেল মুরমু।