শিরোনাম :
বান্দুরায় অনুষ্ঠিত হলো গরু মোটাতাজাকরণ এবং গাভী ও হাস-মুরগী পালন প্রশিক্ষণ
ডিসিনিউজ ।। ঢাকা
ঢাকা ক্রেডিটের ‘উদ্যোক্তা সৃষ্টি প্রকল্পে’র মাধ্যমে অনুষ্ঠিত হলো গরু মোটাতাজাকরণ এবং গাভী ও হাস-মুরগী পালন প্রশিক্ষণ।
বান্দুরায় ঢাকা ক্রেডিটের বহুমুখী প্রকল্প ভবনের পিটার. এ গমেজ হল রুমে ৩-৪ নভেম্বর এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ শুরুর উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ক্রেডিটের ট্রেজারার রতন পিটার কোড়াইয়া প্রশিক্ষণ উদ্বোধন ঘোষণা করে বলেন, ‘আজ থেকে আপনাদের দুই দিনের গরু মোটাতাজাকরণ এবং গাভী ও হাস-মুরগী পালন প্রশিক্ষণ শুরু হয়েছে। ঢাকা ক্রেডিট সাধারণ সদস্যদের আর্থিক উন্নতি ও সামাজিক উন্নয়নের জন্য এই উদ্যোক্তা সৃষ্টি প্রকল্প হাতে নিয়েছে। আপনারা এই প্রশিক্ষণ গ্রহণ করে নিজেরা যেমন লাভবান হবেন, তেমনি দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারবেন। আর আপনাদের প্রয়োজনানুসারে আর্থিক সহায়তা দিবে ঢাকা ক্রেডিট।’
প্রশিক্ষণ বাস্তবায়নকারী ঢাকা ক্রেডিটের অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের উৎসাহ দিয়ে বলেন, ‘আপনাদের সুযোগ রয়েছে নিজেদের জীবনমান উন্নয়ন করার। ঢাকা ক্রেডিট সেই সহযোগিতা আপনাদের দিচ্ছে। আজ যারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে খামার দিবেন, তারা নিশ্চয়ই লাভবান হবেন এবং অন্যরাও আপনাদের দেখে উৎসাহীত হবেন।’
দুই দিনের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন নবাবগঞ্জের প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. জাকির হোসেন ও ডা. মো. আব্দুর রহমান। এ ছাড়াও প্রকল্পভিত্তিক আলোচনা করেন ঢাকা ক্রেডিটের অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ডমিনিক রঞ্জন পিউরীফিশন, ম্যানেজার বিপুল টি. গমেজ এবং প্রবীন পিউরীফিকেশন প্রমুখ।প্রশিক্ষণের সার্বিক সহযোগিতায় ছিলেন বান্দুরা সেবাকেন্দ্রের ইনচার্জ জেমস্ আঞ্জুস।
উল্লেখ্য ঢাকা ক্রেডিট ক্ষুদ্র ব্যবসায় ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষে শুরু করেছে ‘উদ্যোক্তা সৃষ্টি’ প্রকল্প। এর মাধ্যমে কর্মএলকার আগ্রহীদের প্রশিক্ষণ প্রদান ও আর্থিক সহায়তা দিয়ে ঢাকা ক্রেডিট সদস্যদের স্বাবলম্বী করে তুলতে কাজ করে যাচ্ছে।