শিরোনাম :
ঢাকা ক্রেডিটের নেতৃবৃন্দের সাথে নাগরী ক্রেডিটের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
ডিসিনিউজ ॥ ঢাকা
দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকার প্রেসিডেন্ট ও অন্যান্য নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন নাগরী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর নবনিযুক্ত চেয়ারম্যান ফিলিপ গমেজ ও অন্যান্য নেতৃবৃন্দ।
৮ ডিসেম্বর ঢাকা ক্রেডিটের বোর্ড রুমে এই সৌজন্য সাক্ষাৎকালে নাগরী ক্রেডিটের চেয়ারম্যান ফিলিপ গমেজ ও অন্যান্য নেতৃবৃন্দ ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
দ্বিপাক্ষিক আলোচনায়, উভয় নেতৃবৃন্দ পরস্পরকে সমবায় আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন। তাঁরা উল্লেখ করেন, পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে সমবায় আন্দোলন আরও বেগবান করা যেতে পারে।
এই সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, ট্রেজারার পিটার রতন কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও, অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (অপারেশনস) শীরেন সিলভেষ্টার গমেজ, নাগরী ক্রেডিটের ভাইস-চেয়ারম্যান নিখিল রোজারিও, ট্রেজারার বিদ্যুৎ ভিক্টর এসেনসন, ঋণদান কমিটির সদস্য জেকসন পিটার গমেজ ও প্লাসিড ক্রুশ, অভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান প্রদীপ আগষ্টিন গমেজ।