শিরোনাম :
হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ, টাঙ্গাইল শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ডিসিনিউজ ।। টাঙ্গাইল
অনুষ্ঠিত হলো হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ, টাঙ্গাইল শাখার ত্রি-বার্ষিক সম্মেলন। সেই সাথে টাঙ্গাইল শাখার নতুন কমিটি গঠন করা হয়।
১ জানুয়ারি টাঙ্গাইল জেলার শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অধীর চন্দ্র সাহার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির অন্যতম সভাপতি নির্মল রোজারিও। সম্মেলনের উদ্বোধক হিসেবে ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হেমন্ত আই কোড়াইয়া, সাংগঠনিক সহ-সম্পাদক অ্যাডভোকেট বিনয় কুমার ঘোষসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার আদায়ের বিষয় উল্লেখ করেন। সেই সাথে যারা সংখ্যালঘু তাদের নিরাপত্তাসহ সকল প্রকার রাষ্ট্রীয় সুবিধা প্রদান করা বিষয়েও সরকারের নিকট তুলে ধরেন। জাতিগত বিদ্বেষ ছড়িয়ে যারা সাম্প্রদায়িক ঐক্য নষ্ট করতে চায়, তাদের প্রতিহত করে সরকারকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে তৎপর হওয়ার আহ্বান জানান ঐক্য পরিষদের নেতারা।
এ দিন হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হেমন্ত আই কোড়াইয়া, সাংগঠনিক সহ-সম্পাদক অ্যাডভোকেট বিনয় কুমার ঘোষের নেতৃত্বে টাঙ্গাইল শাখার নতুন কমিটি গঠন করা হয়।