ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ অনুষ্ঠিত হলো মঠবাড়ী সমিতির শপথগ্রহণ অনুষ্ঠান

অনুষ্ঠিত হলো মঠবাড়ী সমিতির শপথগ্রহণ অনুষ্ঠান

0
468

ডিসিনিউজ ।। ঢাকা

অনুষ্ঠিত হলো কালীগঞ্জের মঠবাড়ী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:-এর নতুন ব্যবস্থাপনা কমিটির শপথগ্রহণ।

২১ জানুয়ারি মঠাবাড়ী ক্রেডিটের হলরুমে ফাদার উজ্জ্বল লিনুস রোজারিও সিএসসি নতুন ব্যবস্থাপনা পরিষদের শপথবাক্য পাঠ করান।

ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান রঞ্জন রবার্ট পেরেরার নেতৃত্বে নবনির্বাচিত ব্যক্তিরা সমিতির সার্বিক দায়িত্বগ্রহণ করে এই শপথবাক্য উচ্চারণ করেন।

রঞ্জন পেরেরার সভাপতিত্বে শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার উজ্জ্বল লিনুস রোজারিও, গেস্ট অব অনার কাককোর চেয়ারম্যান নির্মল রোজারিও। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, কাককোর সেক্রেটারি ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির চেয়ারম্যান সুরেন রিচার্ড গমেজ, ঢাকা ক্রেডিটের পরিচালনা পর্ষদের সদস্যসহ আরো অনেকে।

এই দিন খ্রিষ্টযাগের পর শপথবাক্য পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।