ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে বসন্তবরণ ও ভালবাসা দিবস পালন

ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে বসন্তবরণ ও ভালবাসা দিবস পালন

0
511

ডিসিনিউজ ।। ঢাকা

প্রকৃতিতে লেগেছে দোলা। বনে বনে ফুটেছে ফুল, বইছে মৃদুমন্দ বাতাস। লেগেছে আগুন বনে বনে, পাখির কন্ঠে গান। এরপরও ফুল ফুটুক আর নাইবা ফুটুক, আজ বসন্ত।

সেই সাজে সেজেছে বাংলার রূপ। সেজেছে জনমানব, প্রতিষ্ঠান এবং বৈচিত্র্য প্রেমিরা।

ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে পালন করা হলো বসন্তবরণ (পহেলা ফাল্গুন) ও বিশ্ব ভালবাসা দিবস।

অনলাইন ও অফলাইন দুভাবেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছাত্র-ছাত্রীদেরকে বসন্ত ঋতুর সাথে পরিচয় করিয়ে দেয়া, এই ঋতুর আগমনের প্রভাবে প্রকৃতিতে কি কি পরিবর্তন আসে সে সম্পর্কে ধারণা দেওয়া এবং ভালবাসা দিবসের তাৎপর্য তুলে ধরা ও একে অপরের প্রতি ভালবাসা, শ্রদ্ধা, সম্মান প্রদর্শনের প্রতি ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করাই ছিল আজকের আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষিকা অঞ্জলি মন্ডল ও লীয়া পিউরীফিকেশন।
অনুষ্ঠানের শুরুতে সেন্টারের প্রিন্সিপাল ডালিয়া রড্রিগস ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকগণকে শুভেচ্ছা জানিয়ে পহেলা ফাল্গুন ও ভালবাসা দিবসের তাৎপর্য তুলে ধরেন।
চাউল্ড কেয়ারের চিফ অফিসার সিসিলিয়া সুইটি পিউরীফিকেশন উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তিনি বক্তব্যের মধ্যে দিয়ে সহজভাবে ছাত্রছাত্রী ও শিক্ষকদের কাছে পহেলা ফাল্গুন ও ভালবাসা দিবসের মূল্যবোধ তুলে ধরেন।
ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও অনলাইনে অংশ নিয়ে সবাইকে বিশেষ শুভেচ্ছা জানান।
এরপর ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ গান, নাচ ও কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন।
ছাত্র-ছাত্রীদের ছবি আঁকা উৎসবের পর অনুষ্ঠানটি শেষ হয়।