শিরোনাম :
মঠবাড়ীতে বিভিন্ন সমবায় সমিতির জন্য ঢাকা ক্রেডিট কর্তৃক ঋণ তদন্ত ও খেলাপী ঋণ আদায় বিষয়ক প্রশিক্ষণ প্রদান
ডিসিনিউজ ।। কালীগঞ্জ
ঢাকা ক্রেডিট কর্তৃক বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের কর্মীদের প্রদান করা হলো ঋণ তদন্ত ও খেলাপী ঋণ আদায় বিষয়ক প্রশিক্ষণ।
২৩ জুলাই, মঠবাড়ীতে ঢাকা ক্রেডিটের ডিসি রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টারে ঢাকা ক্রেডিটের পরিচালনায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
দি মেট্রোপলিটন খ্রিষ্টান হাউজিং সোসাইটি, ঢাকা খ্রীষ্টান বহুমুখী সমবায় সমিতি, বারিধারা মহিলা সমবায় সমিতি, ধরেন্ডা ক্রেডিট, দড়িপাড়া ক্রেডিট, ঢাকাস্থ রাঙ্গামাটিয়া ক্রেডিট, রাঙ্গামাটিয়া ক্রেডিট, তুমিলিয়া বহুমুখী, ভাই ভাই সমিতি, ঢাকা ক্রেডিট, ঢাকা হাউজিং সোসাইটি, মাউসাইদ মাল্টিপারপাস ক্রেডিট থেকে মোট ২০ জন অংশগ্রহণকারী এই প্রশিক্ষণে অংশ নেয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়।
সকালে ঢাকা ক্রেডিটের মানবসম্পদ বিভাগের কর্মী এলভিন বিশ্বাসের সঞ্চালনায় পরিচিতি পর্ব ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় ঋণ তদন্ত কি, গুরুত্ব ও প্রয়োজনীয়তা, ঋণ তদন্ত বিষয়ক কেইস স্ট্যাডি- ঢাকা ক্রেডিটের এডিশনাল সিইও ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন; ঋণ তদন্তের বিবেচ্য বিষয়সমূহ ও ঋণ প্রদানপূর্বক তদন্ত ও যাচাই-বাছাই কার্যক্রম; ঋণের আইনগত দলিলপত্র প্রস্তুত ও সংরক্ষণ; খেলাপী ঋণ কি, খেলাপী ঋণ আদায়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা; খেলাপী ঋণ আদায়ের প্রক্রিয়াসমূহ- রিচার্ড ফ্রান্সিস রোজারিও বিষয়ভিত্তিক আলোচনা করেন।
এ ছাড়াও দলীয় চেতনা ও দলীয়ভাবে কার্যসম্পাদন পদ্ধতি, মুক্তালোচনা ও প্রশিক্ষণ মূল্যায়নের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের জ্ঞানভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের সার্বিক সহযোগিতায় ছিলেন সেলস্ এন্ড মার্কেটিং সিনিয়র ম্যানেজার এলিয়াস পিন্টু কস্তা।