শিরোনাম :
সরকারি দলের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের দাবিতে ৬-৭ জানুয়ারি সারাদেশ থেকে ঢাকামুখী রোডমার্চ
ডিসিনিউজ ডেক্স
আগামী ৬ ও ৭ জানুয়ারি সারাদেশ থেকে ঢাকা অভিমুখী রোডমার্চ কর্মসূচি পালন করবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এক্য পরিষদ।
বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে সরকারি দল বাংলাদেশ আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতেহারে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীর স্থার্থ ও অধিকার রক্ষায় যেসব প্রতিশ্রণতি ব্যক্ত করেছিল তার বাস্তবায়নের আন্দোলনের চতুর্থ পর্যায়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এঁক্য পরিষদের নেতৃত্বাধীন সংখ্যালঘু এক্যমোর্চা আগামী ৬ জানুয়ারি শুক্রবার সারাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে *চল চল ঢাকায় চল নির্বাচনী প্রতিশ্রতি বাস্তবায়ন কর’ – এ স্লোগানে ঢাকামুখী অভিযান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। বিপুল সংখ্যক সংখ্যালঘু আদিবাসী জনগণ এতে অংশ নিয়ে আগামী ৭ জানুয়ারি শনিবার দুপুরবেলা ঢাকার শাহবাগ চত্বরে জমায়েত হয়ে পদযাত্রা সহকারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে এগিয়ে যাবে এবং প্রধানমন্ত্রী সকাশে স্মারকলিপি পেশ করবে । এর আগে ৬ জানুয়ারি চট্টথামে এ রোড মার্চের উদ্বোধন করবেন আদিবাসী নেতা শ্রী জ্যোতিরিদ্র বোধিপ্রিয় লারমা ( সন্ত লারমা)।
২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে সরকারি দলের প্রতিশ্রুতিগুলো ছিল:
১) সংখ্যালঘু সুরহ্মা আইন প্রণয়ন;
২) বৈষম্য বিলোপ আইন প্রণয়ন;
৩) দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন;
৪) জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন;
৫) অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন;
৬) পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন গঠন;
৭) সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন;
ঐক্য পরিষদ নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়ন দাবিতে চলতি বছরের ২৪ মার্চ প্রায় আড়াই লাখ মানুষের গণস্বাক্ষর করা একটি স্মারকলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেয়। তারপর ৯০ দিন পার হয়ে গেলেও সেসব প্রতিশ্রæতি বাস্তবায়নের উদ্যোগ না দেখা যাওয়ায় ১৬ জুলাই সারা দেশে তারা বিক্ষোভ ও সমাবেশ করে। এসব দাবি বাস্তবায়িত না হওয়ায় আজকে দেশব্যাপী গণ-অনশন কর্মসূচি পালন করছে।
২২ অক্টোবর (শনিবার) ঢাকায় শাহবাগ চত্বরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এক্য পরিষদের সকাল-সন্ধ্যা গণ অনশনের ডাক দিয়েছিল। ২২ অক্টোবর (শনিবার) ঢাকায় শাহবাগ চত্বরে সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে সারাদেশে জেলা/ মহানগর ও থানা/ উপজেলা/ পৌরসভায় সকাল-সন্ধ্যা গণ-অনশন পালন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।