শিরোনাম :
অনুষ্ঠিত হচ্ছে বটমলী হোম বালিকা উচ্চবিদ্যালয়ের ৭৫ বছরের প্লাটিনাম জুবিলী
ডিসিনিউজ ।। ঢাকা
৭৫ বছরের প্লাটিনাম জুবিলীর আনন্দে মেতে উঠেছে বটমলী হোম বালিকা উচ্চবিদ্যালয়ের প্রাঙ্গণ। আজ জুবিলীর উৎসবে বটমলী স্কুলের প্রাঙ্গণ স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মিলন মেলায় পরিণত হয়েছে।
২০-২১ জানুয়ারি স্কুলটির প্লাটিনাম জুবিলীর বর্ণিল আয়োজন চলবে। জুবিলী উপলক্ষে প্রথম দিনের অধিবেশনে বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জুবিলীর ফলক উন্মোচন করেন।
ঢাকার আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ ওএমআই-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ণিল আয়োজনে আরো উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সিস্টার মেরী সুপ্রীতি এসএমআরএ, প্রাক্তন প্রধান শিক্ষক সিস্টার দিপ্তী এসএমআরএ, স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফাদার সুব্রত বি. গমেজ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, বটমলী স্কুলের প্রাক্তন ছাত্রী সংসদ সদস্য শবনম জাহান এমপি, ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, হাউজিং সোসাইটির সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডলসহ স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।
প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ ৭৫ বছরের জুবিলী উপলক্ষে প্রদীপ প্রজ্জ্বলন করে জুবিলীর ফলক উন্মোচন করেন।
এ দিন অতিথিবৃন্দরা জুবিলী উপলক্ষে আনন্দ ও উৎসাহমূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের একাংশে স্কুলের উপর নির্মিতব্য প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।