ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ১৭ বার তদন্ত অফিসার বদল: ২২ বছরেও দাখিল হয়নি বানিয়ারচর বোমা হামলার...

১৭ বার তদন্ত অফিসার বদল: ২২ বছরেও দাখিল হয়নি বানিয়ারচর বোমা হামলার চার্জশীট

0
356

২২ বছর ধরে বিচারের অপেক্ষায় রয়েছে বানিয়ারচর কাথলিক গির্জায় বোমা হামলায় নিহতের স্বজনরা। সবচেয়ে পরিতাপের বিষয়, ২২ বছর কেটে গেলেও এখনো কোনো চার্জশীট দাখিল করা হয়নি।

২০০১ সালের ৩ জুন গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানাধীন বানিয়ারচর কাথলিক চার্চে সকালের রবিবাসরীয় প্রার্থনা চলাকালে জঙ্গীগোষ্ঠির বোমা হামলায় ১০ জন নিরীহ ব্যক্তি প্রাণ হারিয়েছিল। আহত হয়েছিল আরো ২৬ জন, যারা এখনো সেই দিনের মর্মান্তিক বেদনা বহন করে যাচ্ছে। ২১ বছর পরও কোনো প্রকার বিচারের ব্যবস্থা গ্রহণ করা হয়নি, এমনকি চার্জশীট দাখিলও করা হয়নি। ২২ বৎসরে কমপক্ষে ১৭ বার ইনভেস্টিগেশন অফিসার (আইও) পরিবর্তন করা হয়েছে, কিন্তু কোনো রকম চার্জশীট দাখিল করা হয়নি।

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন ছাড়াও বানিয়ারচরবাসী এবং আক্রান্ত পরিবার এখনো চাতকের মতো অপেক্ষায় রয়েছে সেইদিনের নৃশংস্য ঘটনার বিচারের দাবিতে।

এ ছাড়াও ২০১৬ সালের ৫ জুন নাটোর জেলার বরাইগ্রাম থানাধীন বনপাড়ায় জঙ্গিরা নিরীহ মুদি দোকানদার সুনীল গমেজকে নৃশংসভাবে হত্যা করেছিল। এই হত্যাকান্ডেরও এখনো সুষ্ঠু বিচার হয়নি। চার্জশীট দাখিল হলেও বিচারের কোনো সুরহা হয়নি এখনো।

আগামীকাল ৩ জুন পুনরায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ মিছিল ও সেইদিনের ঘটনায় নিহতদের আত্মার কল্যাণ কামনায় সমবেত হবে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন (বিসিএ)। বিসিএ’র প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও সেক্রেটারি জেনারেল ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা যায়। ২২ বছর ধরে বিসিএ বানিয়ারচর বোমা হামলার বিচারের দাবি জানিয়ে আসছে।