ঢাকা ,
বার : শনিবার
তারিখ : ১৮ মে ২০২৪
বাংলা : ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বানিয়ারচর ক্যাথলিক চার্চে বোমা হামলার ২২তম বার্ষিকী উপলক্ষ্যে “স্মরণ সভা এবং আলোর...

বানিয়ারচর ক্যাথলিক চার্চে বোমা হামলার ২২তম বার্ষিকী উপলক্ষ্যে “স্মরণ সভা এবং আলোর মিছিল” কর্মসূচী

0
613

ডিসিনিউজ।।ঢাকা

২০০১ খ্রিস্টাব্দে গোপালগঞ্জের বানিয়ারচর ক্যাথলিক চার্চে বোমা হামলা এবং ২০১৬ খ্রিস্টাব্দে নাটোরের বনপাড়ায় সুনীল গমেজ হত্যাকান্ডের প্রতিবাদে এবং বিচারের দাবীতে আজ ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, রোজ শনিবার, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল ৫:০০ ঘটিকায় এক “স্মরণ সভা এবং আলোর মিছিল” কর্মসূচির আয়োজন করে।

এসোসিয়েশনের প্রেসিডেন্ট মি. নির্মল রোজারিও’র এতে সভাপতিত্ব করেন। এসোসিয়েশনের মহাসচিব মি. হেমন্ত আই কোড়াইয়ার সঞ্চালনায় কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সেক্রেটারি সঞ্জীব দ্রুং, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ, বিসিএ’র যুগ্ম মহাসচিব মি. জেমস সুব্রত হাজরা, বিসিএ -এর ক্কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক এবং ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গমেজ, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব লুতফর রহমান পলাশ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদের অন্যতম সভাপতি শিশিলিয়া রোজারিও, বিসিএ সাংস্কৃতিক শাখার সভাপতি পল্লব গমেজ, বাগাছাস -এর সভাপতি হিমেল সুপ্ত আজিম, বীর মুক্তিযোদ্ধা বিজয় ম্যানুয়েল প্যারিজ, বীর মুক্তিযোদ্ধা এবং রাঙ্গামাটিয়া  বিসিএ শাখার সভাপতি গাব্রিয়েল সুনীল কস্তা, গাজীপুর মহানগর বিসিএ -এর সাবেক সভাপতি মুকুল বিশ্বাস,সিস্তার রেভা ভেরনিকা ডি’ কস্তা, মুক্সুদপুর বিসিএ শাখার সদস্য এড. কনিকা মন্ডল, তেলেগু কমিউনিটির প্রতিনিধি যোসেফ দাস, বিসিএ ভাসানিয়া শাখার সভাপতি বিনয় রোজারিও, ন্যাশনাল কাউন্সিল অব ওয়াইএমসি -এর প্রেসিডেন্ট জনি হিউবার্ট রোজারিও, ন্যাশনাল কাউন্সিল অব ওয়াইএমসিএর সেক্রেটারি জেনারেল নিপুন সাংমা, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক এড. প্রভাত টুডু, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনের সাবেক সভাপতি সুশীল কিস্কু, বিসিএ সাংস্কৃতিক কমিটির সভাপতি করবী জয়ধর, বনানী শাখা বিসিএ -এর সভাপতি পিটার রতন কোড়াইয়া, বিসিএ ব্রাক্ষণবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক মলয় নাথ, বিসিএ কেন্দ্রিয় কমিটির সদস্য ভিক্টর রে, গুলশান বিসিএ এর সেক্রেটারি এলিয়াস পিন্টু কস্তা, গুলশান বিসিএ -এর সাধারণ সম্পাদক শিপন রোজারিও, ঢাকা ক্রেডিটের ডিরেক্টর প্রত্যেক রাংসা, নিরাপদ হালদার, সুপারভাইজর কমিটির সদস্য পঙ্কজ লরেন্স কস্তাসহ সারাদেশের বিসিএ এর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

কর্মসূচীতে বক্তাগণ এই মর্মান্তিক ঘটনার বিচার না হওয়ায় এবং চার্চশীট দাখিল না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। বক্কাগণ এই নৃসংশ হত্যাকান্ডের বিচার দাবী করেন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। 

উল্লেখ্য যে, ২০০১ খ্রীষ্টাব্দের ৩রা জুন, সকাল ৭টা ৩০ মিনিটে, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন বানিয়ারচর ক্যাথলিক চার্চে রবিবাসরীয় খ্রীষ্টযাগ চলাকালীন সময়ে বোমা হামলায় ১০ জন নিরীহ খ্রীষ্টভক্ত নিহত ও ২৬ জন গুরুতর আহত হয়। জঘন্য এ বোমা হামলায় সেদিন যাঁরা নিহত হয়েছিলেন তাঁরা হলেন-মাইকেল মল্লিক, মনমথ শিকদার, পিতর সাহা, অমর বিশ্বাস, বিনোদ দাশ, জ্যোতিষ বিশ্বাস, সুমন হালদার, ঝিন্টু মন্ডল, রড্রিক যেত্রা ও সঞ্জিবন বাড়ৈ।