ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ কাককো লি: -এর পরিবেশ বিষয়ক আলোচনা, বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচী –...

কাককো লি: -এর পরিবেশ বিষয়ক আলোচনা, বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচী – ২০২৩

0
256

ডিসিনিউজ।। কালীগঞ্জ
২৮ জুলাই, কালীগঞ্জ উপজেলার ভাষানিয়া গ্রামে কাককো লি: -এর নিজস্ব জমি প্রকল্পে পরিবেশ বিষয়ক আলোচনা, বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রিষ্টান কো-অপারেটিভস্ ( কাককো লি: ) লি: এর চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তার সভাপতিত্বে এবং সেক্রেটারি ডমিনিক রঞ্জন পিউরীফিকেশনের সঞ্চালনায় বিষয়ক আলোচনা, বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের সভাপতি এবং কাককো লি: এর প্রাক্তন সভাপতি নির্মল রোজারিও, দি খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর প্রেসিডেন্ট ইগ্নাশিওস হেমন্ত কোড়াইয়া, কাক্কো লি: ট্রেজারার টুটুল রড্রিক্স, দি মেট্রোপলিটান খ্রিষ্টান কো- অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এর ডিরেক্টর প্রদীপ রোজারিও, মঠবাড়ি খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর প্রাক্তন চেয়ারম্যান নিকোলাস গমেজ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন কাককোর ডিরেক্টর এবং হাসনাবাদ খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর চেয়ারম্যান নিকোলাস রোজারিও, কাককোর ডিরেক্টর এবং উত্তরবঙ্গ খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর চেয়ারম্যান আগষ্টিন কস্তা, কাককোর ডিরেক্টর ডেভিড রোজারিও, কাককোর ডিরেক্টর লিংকার্স রোজারিও, ঢাকা ক্রেডিটের ডিরেক্টর সুব্রত রিচার্ড রোজারিও, সুপারভাইজরি কমিটির সদস্য মলয় নাথ, মঠবাড়ি খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: চেয়ারম্যান রঞ্জন রবার্ট পেরেরা, মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর ভাইস-চেয়ারম্যান নন্দন আগষ্টিন ক্রুশ, নাগরী খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: চেয়ারম্যান ফিলিপ গমেজ, ভাষানিয়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: -এর চেয়ারম্যান তপন রোজারিও, রাংগামাটিয়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: চেয়ারম্যান ডমিনিক প্রবীন গমেজ, ভাষানিয়া আশার আলো ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর চেয়ারম্যান টারজেন যোসেফ রোজারিও, ঢাকা ক্রেডিটের সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান এবং মাউসাইদ খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: -এর চেয়ারম্যান সুমন জেমস্ ডি’কস্তা, মাউসাইদ খ্রিষ্টান মাল্টিপারপাস কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: -এর চেয়ারম্যান রবার্ট রকি কোড়াইয়া, পাগাড় খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর চেয়ারম্যান শ্যামল রোজারিও, মাল্লা খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর চেয়ারম্যান স্বপন রোজারিও, হারবাইদ খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর চেয়ারম্যান পবিত্র ফ্রান্সিস কস্তা, ঢাকা খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: চেয়ারম্যান জোনাস গমেজ, রাংগামাটিয়া ধর্মপল্লী খ্রীষ্টান বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি প্লাতিনি কস্তা, রাংগামাটিয়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: প্রতিনিধি উল্লাস কোড়াইয়া, ঢাকা ক্রেডিট এবং হাউজিং সোসাইটির নেতৃবৃন্দসহ গাজীপুরের ১৫টি ক্রেডিট ইউনিয়নের প্রায় ৬০ জনের বেশি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ এই বৃক্ষরোপণ কার্যক্রমের প্রশংসা করেন এবং সবাই পরিবেশ বাঁচাতে আরও গাছ লাগাতে সম্মত হন। আলোচনা অনুষ্ঠানের পর অতিথিগণ গাজীপুরের ১৫টি ক্রেডিট ইউনিয়নের সকল চেয়ারম্যানদের হাতে ৫টি করে ফলজ বৃক্ষ বিতরণ করেন। এরপর কাককো লি: -এর নিজস্ব জমি প্রকল্পের জমিতে সকল অতিথিবৃন্দ ২৫০টির অধিক ফলজ বৃক্ষ রোপণ করেন এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

এর মধ্য দিয়ে প্রকৃতির প্রতি সমবায়ী হিসেবে নেতৃবৃন্দ ও সমবায়ীদের করনীয়, বাংলাদেশ সরকারের জলবায়ু পরিবর্তন জনিত কার্যক্রমে অংশগ্রহণ এবং টেকসই উন্নয়নে জলবায়ুর প্রভাবে সমবায়ীদের ভূমিকার বিষয়ে সকলে একমত পোষন করেন এবং নিজ নিজ ক্ষেত্রে এ বিষয়ে ভূমিকা রাখতে অঙিকার ব্যক্ত করেন।