শিরোনাম :
ডিভাইন মার্সি নার্সিং কলেজের প্রিন্সিপালের দায়িত্ব নিলেন জ্যোৎস্না মার্সিয়া রোজারিও
ডিসিনিউজ ।। ঢাকা
ডিভাইন মার্সি নার্সিং কলেজের প্রিন্সিপাল হিসেবে নিয়োগ পেলেন জ্যোৎস্না মার্সিয়া রোজারিও।
২৭ আগস্ট, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া জ্যোৎস্না রোজারিও’র হাতে কলেজের প্রিন্সিপালের নিয়োগপত্র তুলে দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ভাইস-প্রেসিডেন্ট পাপড়ী দেবী আরেং, ট্রেজারার সুকুমার লিনুস ক্রুশ, প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিও এবং সিও স্বপন রোজারিও।
এ সময় নবনিয়োগপ্রাপ্ত প্রিন্সিপাল জ্যোৎস্না রোজারিও কলেজের সার্বিক দায়িত্ব পালন করে ভবিষ্যতে ডিভাইন মার্সি নার্সিং কলেজ একটি আন্তর্জাতিকমানের প্রতিষ্ঠানে রূপদানের আশ্বাস দেন।
এর আগে জ্যোৎস্না রোজারিও হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি নার্সিং ডেভেলপমেন্ট ইনস্টিটিউশনের কনসালটেন্ট, সিস্টার টিউটর, ওয়ার্ড ইনচার্জসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বিএসসি নার্সিংসহ এমপিএইচ ডিগ্রি অর্জন করেছেন।
ঢাকার অদূরে পূর্বাচলের কোলঘেসে শিঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে ঢাকা ক্রেডিটের নির্মিতব্য আন্তর্জাতিকমানের ডিভাইন মার্সি হাসপাতাল লি:। পাশাপাশি ডিভাইন মার্সি নার্সিং কলেজের কার্যক্রমও চলমান রয়েছে। হাসপাতালের কার্যক্রম শুরু হওয়ার পাশাপাশি নার্সিং কলেজের কার্যক্রম শুরু হবে বলে হাসপাতাল সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।