শিরোনাম :
বিএএসডি’র সেরিয়ার প্রকল্পের কর্মীদের ঢাকা ক্রেডিট পরিদর্শন ও মতবিনিময় সভা
ডিসিনিউজ ।। ঢাকা
বাংলাদেশ এসোসিয়েশন ফর সাসটেনাবল ডেভেলপমেন্ট (বিএএসডি)-এর ক্যাপাসিটি এনহ্যান্সমেন্ট এন্ড রিসোর্স ইন্টিগ্রেশন ফর এরিয়া রিসাইলেন্স (সেরিয়ার) প্রকল্পের কর্মীরা ঢাকা ক্রেডিট পরিদর্শন করেন।
৫ সেপ্টেম্বর, সেরিয়ার প্রকল্পের কর্মীরা ঢাকা ক্রেডিট পরিদর্শন করে সমিতির কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেয়। সভার সভাপতিত্ব করেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। এ ছাড়াও উপস্থিত ছিলেন সেরিয়ার প্রকল্প ব্যবস্থাপক এ্যাডওয়ার্ড এ মধু, ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট পাপড়ি দেবী আরেং, সেক্রেটারি মাইকেল জন গমেজসহ ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর’স, ক্রেডিট এবং সুপারভাইজরি কমিটির সদস্যবৃন্দ।
সভার সঞ্চালনা করেন ঢাকা ক্রেডিটের সিও স্বপন রোজারিও। সভায় ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট সেরিয়ার প্রকল্পের কর্মীদের ফুলেল শুভেচ্ছা জানান। পরিচিতি পর্ব শেষে তাদের ঢাকা ক্রেডিটের ডকুমেন্টরি প্রদর্শন করা হয়। পরবর্তিতে সকলে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে সেরিয়ার প্রকল্পের কর্মীদের উপহার প্রদান করা হয়।