ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে শিক্ষার্থীদের প্রভাতফেরী ও শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন

ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে শিক্ষার্থীদের প্রভাতফেরী ও শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন

0
103

ডিসিনিউজ।। ঢাকা

দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর অন্যতম প্রকল্প ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে শ্রদ্ধার সাথে স্মরণ করেছে ভাষা শহীদদের।

রাজধানী নদ্দায় স্কুলটির নিজস্ব চত্ত্বরে ২১ ফেব্রুয়ারী সকালে প্রভাতফেরী, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, একুশের গান ও কবিতা আবৃত্তি এবং ভাষা শহীদদের আত্মার কল্যানে নিরবতা পালনের মধ্যদিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস যথাযজ্ঞ মর্যাদার সাথে পালন করা হয়।

স্কুলের শিক্ষার্থীদের সাথে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের বোর্ড ডিরেক্টর এবং স্কুলের ম্যানেজিং কমিটির আহ্বায়ক প্রত্যেশ রাংসা, স্কুলের প্রধান শিক্ষক আনন্দ চৌধুরী, শিক্ষার্থীদের অবিভাবকবৃন্দ ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সকালে প্রভাতফেরীতে ফুল ও বাংলাভাষার প্রতি সম্মান জানিয়ে বিভিন্ন লেখাযুক্ত ফেষ্টুন নিয়ে শিক্ষার্থীগণ অংশনেয়।

পরে স্কুল চত্ত্বরে শহীদদের আত্মার কল্যাণার্থে এক মিনিট নিরবতা পালন করে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সকলেই।

শিক্ষার্থীদের বাংলা ভাষার প্রতি আরো যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে স্কুলের প্রধান শিক্ষক চৌধুরী বলেন, “তোমাদের এখন থেকেই বাংলা ভাষার প্রতি যত্নশীল হতে হবে, জানতে হবে আমাদের ভাষার ইতিহাস।”

পরে স্কুলের শিক্ষার্থীদের লেখা দুটি দেয়ালিকার শুভ উদ্বোধন করেন প্রত্যেশ রাংসা ও স্কুলের শিক্ষকবৃন্দ।