ঢাকা ,
বার : শনিবার
তারিখ : ১৮ মে ২০২৪
বাংলা : ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিট ও বিসিএ কর্তৃক ভাষা শহীদদের স্মরণ, শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি

ঢাকা ক্রেডিট ও বিসিএ কর্তৃক ভাষা শহীদদের স্মরণ, শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি

0
221

ডিসিনিউজ।। ঢাকা

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসের প্রথম প্রহরে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন খ্রিষ্টান নেতৃবৃন্দ।
২১ ফেব্রুয়ারি, ১৯৫২ সালে বাংলাভাষাকে রক্ষা করতে যারা প্রাণ দিয়েছেন তাদের এই মহান আত্মনিবেদনকে স্মরণ করে শহীদ বেদিতে দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এবং বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের নেতৃবৃন্দ জাতীয় শহীন মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেছেন।

শহীদ দিবসের প্রথম প্রহরে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, সেক্রেটারী জন মাইকেল গমেজ, ডিরেক্টর শিপন রোজারিও, ক্রেডিট কমিটির সদস্য বকুল রোজারিও, সুপারভাইজরী কমিটির সেক্রেটারী সুহৃত গমেজ ও সদস্য মলয় নাথ, চীফ অফিসার যোনাস গমেজ ও স্বপন রোজারিওসহ অন্যান্য কর্মী ও সদস্যবৃন্দ।

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের পক্ষে শহীদ বেদিতে শ্রদ্ধ নিবেদন করেন সংগঠনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, যুগ্ম সেক্রেটারী জেমস সুব্রত হাজরা, প্রচার ও প্রকাশনা সম্পাদক জন অরুনেস বাড়ৈসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পনের পরে শহীদদের আত্মার কল্যাণার্থে এবং বাংলাদেশের সর্বাঙ্গিন উন্নয়নের জন্য নেতৃবৃন্দ প্রার্থনা করেন।