ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা খেলাধুলা নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

0
554

ডেস্করিপোর্ট:
দেশে কাথলিক মিশনারীদের দ্বারা পরিচালিত একমাত্র বিশ্ববিদ্যালয় নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলদেশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, সিএসসি’র সভাপতিত্বে ২৪ ফেব্রুয়ারি, ঢাকার মতিঝিলের নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের নিজস্ব ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক ও প্রাক্তন ক্রিকেটার আব্দুর রাজ্জাক।

নটর ডেম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই সীমাবদ্ধ না থেকে জাতীয় পর্যায়েও অংশগ্রহণের আহ্বান জানিয়ে আব্দুর রাজ্জাক বলেন, “বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলার সুযোগ আরও বৃদ্ধি করা প্রয়োজন।”

সকালে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের সাথে সাথে জাতীয় সংগীত পরিবেশন করেন শিক্ষার্থীবৃন্দ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বেলুন উত্তোলন, উদ্বোধন ও স্বাগত বক্তব্য প্রদান করেন উপাচার্য প্রফেসর ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, সিএসসি।

ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন শিক্ষার্থীবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, শিক্ষকমন্ডলী, অফিস স্টাফ ও সাপোর্ট স্টাফবৃন্দ। ২৩ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের মধ্য থেকে চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থী বাছাই করা হয়। চূড়ান্ত প্রার্থীরা ২৪ ফেব্রুয়ারি, বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রো-ভাইস চ্যান্সেলর ফাদার চার্লস বি. গডন, সিএসসি, ট্রেজারার ফাদার আদম এস. পেরেরা, সিএসসি স্পোর্টস কো-অর্ডিনেটর সিস্টার সাগরিকা মারীয়া গমেজ, সিএসসি প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, শিক্ষক মন্ডলী, স্টাফ, অন্যান্য আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীবৃন্দ।