শিরোনাম :
ডিসি চাইল্ডকেয়ার এন্ড এডুকেশন সেন্টারে নারী দিবস উদযাপন
ডেস্করিপোর্ট।। ঢাকা
দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর প্রকল্প ডিসি চাইল্ডকেয়ার এন্ড এডুকেশন সেন্টারে নারী দিবস উদযাপিত হয়েছে।
বিশ্বের সকল নারীর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে ৭ মার্চ, সকালে ডিসি চাইল্ডকেয়ার এন্ড এডুকেশন সেন্টারের নিজস্ব ভবন রাজধানীর ফার্মগেইটের মনিপুরিপাড়ায় এই দিবসটি পালিত হয়।
নারী দিবসের তাৎপর্য শিশুদের মধ্যে আলোচনা করে প্রকল্পটির চীফ অফিসার সুইটি শিশিলিয়া পিউরিফিকেশন। পরে শিশুরা দলীয় ও একক গান এবং কবিতা আবৃত্তি করে।
সেন্টারের প্রিন্সিপাল ডালিয়া রড্রিগস দিবসটি উদ্যাপনের জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে শিশুদের উদ্দেশ্যে বলেন, “তোমরা সর্বদা তোমাদের মা এবং সকল নারীকেসহ সবাইকে সম্মান করবে।”