ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ঢাকা মহাধর্মপ্রদেশের নতুন সহকারী বিশপ সুব্রত বনিফাস গমেজের অভিষেক: সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশ...

ঢাকা মহাধর্মপ্রদেশের নতুন সহকারী বিশপ সুব্রত বনিফাস গমেজের অভিষেক: সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশ খ্রিষ্টমন্ডলী

0
121

ডিসিনিউজ ।। ঢাকা

ঢাকা মহাধর্মপ্রদেশের নতুন সহকারী বিশপ ও বাংলাদেশ বিশপ সম্মিলনীর সাথে যুক্ত হওয়া নতুন বিশপ সুব্রত বনিফাস গমেজের বিশপীয় অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

বিশপ সম্মিলনীর চেয়ারম্যান ও ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ ওএমআই-এর নেতৃত্বে ৩ মে, রমনা ক্যাথিড্রালে বিশপ সুব্রত’র বিশপীয় অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

‘ইস্টার সানডে খ্রিষ্টানদের অন্যতম একটি প্রধান ধর্মীয় উৎসব। এই দিন যেন প্রধানমন্ত্রী মহোদয় সরকারী ছুটি ব্যবস্থা করেন। ইস্টার সানডে’র দিন আমাদের শিক্ষক, শিক্ষার্থীরা ঠিক মতো উদযাপন করতে পারে না। দেখা গেছে ইস্টার সানডে’র দিন শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। শিক্ষক ও চাকরিজীবীরা কাজ করছেন। সুতরাং, ইস্টার সানডে আমরা সরকারি ছুটি হিসেবে চাই।’

বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি, কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি, ঢাকাস্থ ভাতিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন র‌্যানডাল, চট্টগ্রাম মহাধর্মপ্রদেশের আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার সিএসসি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অনিমা মুক্তি গমেজ, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ভাইস-প্রেসিডেন্ট পাপড়ী দেবী আরেং, সেক্রেটারি মাইকেল জন গমেজ, বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রিষ্টান কো-অপারেটিভস (কাককো) লি:’র চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা, দি মেট্রোপলিটান খ্রিষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:’র চেয়ারম্যান আগস্টিন পিউরীফিকেশন, সকল ধর্মপ্রদেশের বিশপগণসহ খ্রিষ্টভক্তগণ এই আনন্দপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সকাল ৯টায় মহাখ্রিষ্টযাগের মাধ্যমে আর্চবিশপ বিজয়ের নেতৃত্বে সহকারী বিশপ সুব্রত’র অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয় এবং বিকেলে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিশপীয় অভিষেকে আর্চবিশপ বিজয় বলেন, ‘ঢাকা মহাধর্মপ্রদেশ বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি ধর্মপ্রদেশ। এর পালকীয়, আধ্যাত্মিক, মানবিক সেবা ও প্রশাসনিক দায়িত্বের ব্যাপ্ততা বহুমুখী ও কিছুটা জটিল। ধর্মপ্রদেশের নিবেদিত, দক্ষ ও অভিজ্ঞ যাজকসমাজ ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের সহায়তায় এর সেবাকার্য বেশ ভালোভাবেই চলমান রয়েছে। তথাপি, বিশপীয় সেবাদায়িত্বকে আরেকটু সহভাগিতা ও এর বহুমুখী সেবা কার্যক্রমগুলো আরও শক্তিশালী, সুসংগঠিত এবং বেগবান করার লক্ষ্যে একজন সহকারী ধর্মপালের নিয়োগের আবেদন ভাটিকানে করা হয়েছিল। তারই প্রেক্ষাপটে পুণ্যপিতা পোপ ফ্রান্সিস ফাদার সুব্রত বনিফাস গমেজকে ঢাকা মহাধর্মপ্রদেশের সহকারী ধর্মপাল হিসাবে মনোনীত করেছেন।’

‘বিশপ সুব্রত বনিফাস গমেজ যাজক হিসাবে বাংলাদেশ কাথলিক বিশপ সম্মেলনীর সহকারী সেক্রেটারি, সিবিসিবি সেন্টারের পরিচালক, পবিত্র আত্মা উচ্চ সেমিনারিতে বিভিন্ন দায়িত্বসহ বহুমুখী প্রশাসনিক ও পালকীয় সেবাদায়িত্ব পালনে বেশ আন্তরিকতা, বিশ^স্ততা এবং দক্ষতার পরিচয় দিয়েছেন। তিনি এক জ্ঞানী, দূরদৃষ্টিসম্পন্ন একজন পরিচালক ও নেতা, অত্যন্ত সহজ, সরল, প্রার্থনাশীল, দায়িত্বশীল, বন্ধুবৎসল, গরিব দুঃখীদের প্রতি দরদি একজন ব্যক্তি। আমি দৃঢ়ভাবে বিশ^াস করি যে, ঢাকা মহাধর্মপ্রদেশের সহকারী বিশপ হিসেবে তার এই দীর্ঘ অভিজ্ঞতা আমাকে ও ধর্মপ্রদেশের সার্বিক মঙ্গলে বেশ শক্তিশালী ভ‚মিকা রাখবেন’, বলেন আর্চবিশপ বিজয়।

‘আপনারা আনুষ্ঠানিকভাবে আবেদন করুন, আমি প্রধানমন্ত্রী’র সাথে আলোচনা করে এদিন সরকারি ছুটি হিসেবে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাবো।’ বলেন ধর্মমন্ত্রী।

এ সময় তিনি ধর্মমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী নিকট খ্রিষ্টানদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে সরকারী ছুটির জন্য দাবি জানিয়ে বলেন, ‘ইস্টার সানডে খ্রিষ্টানদের অন্যতম একটি প্রধান ধর্মীয় উৎসব। এই দিন যেন প্রধানমন্ত্রী মহোদয় সরকারী ছুটি ব্যবস্থা করেন। ইস্টার সানডে’র দিন আমাদের শিক্ষক, শিক্ষার্থীরা ঠিক মতো উদযাপন করতে পারে না। দেখা গেছে ইস্টার সানডে’র দিন শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। শিক্ষক ও চাকরিজীবীরা কাজ করছেন। সুতরাং, ইস্টার সানডে আমরা সরকারি ছুটি হিসেবে চাই।’

এ দিন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল বাংলাদেশ খ্রিষ্টমন্ডলীর কার্যক্রমের প্রশংসা করেন এবং নতুন সহকারী বিশপ সুব্রতকে অভিনন্দন জানান। এ সময় তিনি বিশপের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এ সময় তিনি ইস্টার সানডে’র ছুটি নিয়ে আর্চবিশপসহ সকলকে অবহিত করে বলেন, ‘আপনারা আনুষ্ঠানিকভাবে আবেদন করুন, আমি প্রধানমন্ত্রী’র সাথে আলোচনা করে এদিন সরকারি ছুটি হিসেবে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাবো।’

এ ছাড়াও এদিন কার্ডিনাল, ভাতিকানের রাষ্ট্রদূতসহ সকল বিশপগণ বিশপ সুব্রতকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁর পালকীয় কাজের জন্য মঙ্গল প্রার্থণা করেন।

সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত বিশপীয় অভিষেক অনুষ্ঠিত হয় এবং বিকাল ৫টায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন, ধর্মীয় নেতৃবৃন্দ, সাংগঠনিক নেতৃবৃন্দসহ খ্রিষ্টভক্তরা বিশপ সুব্রতকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিশপ সুব্রত বনিফাস গমেজ ১৯৬২ খ্রিস্টাব্দের ১৯ নভেম্বর, গাজীপুর জেলার কালিগঞ্জ থানার রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর পুর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা যোসেফ গমেজ ও মাতা মাগ্রেট পেরেরা। তিনি সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ঢাকা নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং বি.এ পাশ করেন। পরবর্তীতে ফিলিপাইনের ম্যানিলার সান্ত টমাস ইউনিভার্সিটি থেকে দর্শনশাস্ত্রে (এম.এ) লাইসেন্সসিয়েট সম্পন্ন করেন।

বিশপ সুব্রত বিশপ মাইকেল অতুল ডি’রোজারিও কর্তৃক ৪ ডিসেম্বর ১৯৮৯ খ্রিস্টাব্দে ডিকন এবং ১৯৯০ খ্রিস্টাব্দের ১৬ এপ্রিল আর্চবিশপ মাইকেল রোজারিও কর্তৃক নিজ ধর্মপল্লী রাঙ্গামাটিয়াতে যাজক হিসেবে অভিষিক্ত হন।
যাজক হিসেবে অভিষিক্ত হওয়ার পর তেজগাঁও ধর্মপল্লীতেই প্রথম যাজক সহকারী যাজক হিসেবে দায়িত্ব পান। পরে বিভিন্ন ধর্মপল্লীসহ বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনী’র সহকারী সেক্রেটারী জেনারেল, পবিত্র আত্মা উচ্চ সেমিনারীর আধ্যাত্মিক পরিচালকের দায়িত্ব পালন শেষে পনুরায় তেজগাঁও ধর্মপল্লীতেই ২০১৯ খ্রিষ্টাব্দে প্রধান পাল-পুরোহিত হয়ে দায়িত্ব নেন এবং তেজগাঁও’র পাল-পুরোহিত হিসেবে পালকীয় সেবাকাজ করার সময়ই ১৫ ফেব্রæয়ারি ঢাকা মহাধর্মপ্রদেশের সহকারী বিশপ মনোনীত হয়েছেন।

১৫ ফেব্রুয়ারি বিকাল ৫:১৫ মিনিটে ভাতিকান ও ঢাকা মহাধর্মপ্রদেশের তেজগাঁও ধর্মপল্লী থেকে একযোগে ঘোষণা করা হয় যে ঢাকা মহাধর্মপ্রদেশের সহকারী বিশপ হিসেবে ফাদার সুব্রত বনিফাস গমেজকে মনোনীত করেছেন পুন্যপিতা পোপ ফ্রান্সিস। বাংলাদেশে নিযুক্ত পোপ মহোদয়ের প্রতিনিধি ভাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন রানডাল ঘোষণাপত্রটি পাঠ করেন।