শিরোনাম :
বাবু মার্কুজ গমেজকে এশিয়া তথা বিশ্ব নেতৃত্বে দেখতে চাই: ইন্ডিয়ান ওয়াইএমসিএর প্রেসিডেন্ট ড. লেবি
ইন্ডিয়ান ওয়াইএমসিএ’র একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল তিন দিনের সফরে গত ২৭ এপ্রিল বাংলাদেশে আসেন।
সফরের দ্বিতীয় দিন (২৮ এপ্রিল) সকালে প্রতিনিধিদলটি বাংলাদেশের কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও’র সাথে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।
ঢাকার রমনা আর্চবিশপ হাউজে দেখা করতে গেলে কার্ডিনাল প্যাট্রিক তাঁদের স্বাগত জানান। অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে ঘন্টাব্যাপী এই সাক্ষাতে তাঁরা উভয় দেশের খ্রিস্টান মন্ডলীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও বন্ধুত্ব বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পরে তারা কার্ডিনালের সঙ্গে প্রাত:রাশে যোগ দেন। এ সময় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ওয়াইএমসিএ’র প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ প্রতিনিধিদলের সাথে ছিলেন।
কার্ডিনালের সাথে সাক্ষাতের পর প্রতিনিধিদল একাত্তরের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সরাসরি সাভার জাতীয় স্মৃতিসৌধে যান এবং তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরে প্রতিনিধিদল সাভার ওয়াইএমসিএ ট্রেনিং সেন্টারে বাংলাদেশ ওয়াইএমসিএর ৪০তম এজিএম পরিদর্শন করেন। এ সময় সংক্ষিপ্ত এক আলোচনায় ড. লেবি বাবু মার্কুজের উদ্দেশে বলেন, ‘বাবু আমাদের নেতা, ভারতের জনগণের পরম ও অকৃত্রিম বন্ধু। বাবু মার্কুজকে এশিয়া তথা ওয়ার্ল্ড ওয়াইএমসিএ’র নেতৃত্বে দেখতে চাই। এজন্য ভারতের জনগণের পক্ষ থেকে যা যা করা দরকার আমরা করবো।’বাবু মার্কুজ গমেজও এসময় লেবির উদ্দেশে বলেন, লেবি একজন পরীক্ষিত নেতা এবং ওয়াইএমসিএ আন্দোলনকে সারা ভারতে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি যে পথ পাড়ি দিয়েছেন তা বিশ্বরেকর্ড গড়েছে। তিনি বলেন, ‘এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ইন্ডিয়ান ওয়াইএমসিএ’র অনেক অবদান রয়েছে। এশিয়াসহ বাংলাদেশে আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকুক, বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ওয়াইএমসিএ আন্দোলন অন্য এক উচ্চতায় পৌঁছুক সেই প্রত্যাশা করি।’
বিকেলে প্রতিনিধিদল সাভার ওয়াইএমসিএ’র কার্যক্রম পরিদর্শন করেন। সাভার রাজাসনে গিয়ে পৌঁছালে সাভার ওয়াইএমসিএ’র নেতৃবৃন্দ তাদের ব্যান্ড বাজিয়ে ও ফুলের মালা দিয়ে বরণ করে নেন। পরে প্রতিনিধিদল ঢাকা ক্রেডিটের সাভার অঞ্চলের সেবাসেন্টার ও সমবায় বাজার পরিদর্শন করেন।
সন্ধ্যায় স্থানীয় বিসিআর সেন্টারে সাভার ওয়াইএমসিএ’র দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁরা সাভার ওয়াইএমসি’র প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উদযাপন করেন। প্রতিনিধিদল সাভার ওয়াইএমসিএর দেওয়া ২০১৩ সালের ২৩ এপ্রিল দেশের ইতিহাসে ভয়াবহ রানা প্লাজা ট্র্যাজেডিতে পিতা বা মাতাহারা দশজন ছেলেমেয়ের হাতে অনুদানের টাকা তুলে দেন। এসময় বাবু মার্কুজ গমেজ অভিভাবকদের উদ্দেশে ছেলেমেয়েদের প্রতি পড়াশোনা অব্যাহত রাখার পরামর্শ জানান।অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে ড. লেবি বাংলাদেশ সফরের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, ‘খুব চমৎকার অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি আমরা। ভাল সফর হয়েছে। সময় পেলে আবার বাংলাদেশে আসতে চাই। বাংলাদেশ ও ভারত দুই বন্ধুপ্রতিম রাষ্ট্র। ওয়াইএমসিএ আন্দোলনের মধ্য দিয়ে আমরা দুই দেশের জনগনের মধ্যে বন্ধুত্ব আরো স্থায়ী ও গভীর করতে চাই।’ পরে তিনি বাংলাদেশ ওয়াইএমসিএ নেতৃবৃন্দদেরকেও কেরালাসহ ভারত সফরের আমন্ত্রণ জানান।
বাংলাদেশ ন্যাশনাল ওয়াইএমসিএর আমন্ত্রণে তিন দিনের সফরে গত ২৭ এপ্রিল ইন্ডিয়া ন্যাশনাল ওয়াইএমসিএর প্রেসিডেন্ট ড. লেবি ফিলিপ মেথিও-এর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসেন। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন ন্যাশনাল কাউন্সিল অব ওয়াইএমসিএর ট্রেজারার রাভিরাজ সাথিয়াপাল সেটিয়ান, ইন্ডিয়ান ন্যাশনাল ওয়াইএমসিএ’র উইমেন ফোরাম এন্ড মেম্বার অব ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির চেয়ারপারসন কুমারী কুরিয়াকোসি এবং ইন্ডিয়ান ন্যাশনাল ওয়াইএমসিএ’র জেনারেল সেক্রেটারি রাজা প্রতাব মণি কুমার চল্লাপল্লি।
তিন দিনের সফর শেষে বাবু মার্কুজ গমেজসহ প্রতিনিধিদল আজ সকালে ভারতের বিশেষ বিমানে নয়াদিল্লি ফিরে গেছেন। (ছবি তুলেছেন: সুমন সাংমা)
এসএস/আরবি/আরপি/ ২৯ এপ্রিল, ২০১৭