ঢাকা ,
বার : শনিবার
তারিখ : ১৮ মে ২০২৪
বাংলা : ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা সাপ্তাহিক পরিক্রমা নোয়াখালী প্রবাসী খ্রীষ্টান সমিতির শিক্ষা সেমিনার

নোয়াখালী প্রবাসী খ্রীষ্টান সমিতির শিক্ষা সেমিনার

0
632

শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল নোয়াখালী প্রবাসী খ্রীষ্টান সমিতির তৃতীয় শিক্ষা সেমিনার।

ঢাকার তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টারে ২৮ এপ্রিল নোয়াখালী প্রবাসী খ্রীষ্টান সমবায় সমিতি লি’র তৃতীয় শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি রুবেন গোনসালবেছ। তেজগাঁও মেট্রোপলিটান থানা সমবায় অফিসা মো: আবদুর রহিম প্রধান অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন। সেমিনারে আরো উপস্থিত ছিলেন দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস (কাক্কো) লি’র চেয়ারম্যান নির্মল রোজারিও, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা’র সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, নোয়াখালী কাথলিক মিশনের পাল-পুরোহিত লিন্টু এ. রয় এবং ফাদার রবার্ট গোনসালবেছ।

সেমিনারে বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন কিংস্লী ফারনানডেজ, নিউটন রড্রিক্স, জুলিয়েন গোনসালভেছ, রবিন ডায়েস এবং পলাশ মার্ক পিনারু।

সেমিনারে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ সমিতির মুখপত্র ‘প্রতিবিম্ব’র মোড়ক উন্মোচন করেন। এছাড়াও এদিন এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরবি/আরপি/৩০ এপ্রিল, ২০১৭