শিরোনাম :
ঝড়াগোপালপুরে আহ্বান সেমিনার
খ্রিষ্টমন্ডলীতে আহবান বৃদ্ধির লক্ষে নবম শ্রেণী থেকে কলেজ পড়ুয়া ছাএ-ছাএীদের নিয়ে ৩০ এপ্রিল, ঝড়াগোপালপুর ধধর্মপল্লীতে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
রাজশাহী ধর্মপ্রদেশীয় ব্রতধারি-ব্রতধারিণী কমিশনের আয়োজনে ‘যীশু ডাকেন তোমায় আনন্দপূর্ণ জীবনে’ মূলসুরের উপর সকাল সাড়ে ৮টায় ফাদার মাইকেল কোড়াইয়ার পৌরোহিত্য খ্রিষ্টযাগের মাধ্যমে সেমিনার শুরু হয়। এ সময় সাথে ছিলেন ফাদার শ্যামল গমেজ ও ফাদার লিটন কস্তা।
সেমিনারে আহবান বিষয়ে সহভাগিতায় ফাদার টিটো গমেজ বলেন, যীশু বলছেন, তুমি আমার সঙ্গে সঙ্গে চল।যে নিজের ক্রুশ বহন করতে পারেনা, সে আমার শিষ্য হতে পারেনা।
তিনি বলেন, যীশু আমাদের আহবান করেন আনন্দপূর্ণ জীবনে। যাজকীয় জীবনটা আনন্দের আমরা তখনই বুঝবো যখন অভিজ্ঞতা করবো।
সিষ্টার সেলিনা এসএমআরএ সহভাগিতায় বলেন, যিশু একবার যাকে আহবান করেন তাকে ছাড়েন না। সিষ্টারগণ ছোটদের অনুপ্রাণিত করেন। তারা ফাদার সিষ্টার তৈরিতে সাহায্য করেন।
ফাদার স্বপন পিউরীফিকেশন ভিডিও চিএ প্র্রর্দশনের মাধ্যমে ছাএ-ছাএীদের ফাদার-সিষ্টারদের সম্প্রদায়গুলো সম্পর্কে ধারণা দেন।
আরবি/আরপি/১ মে, ২০১৭