শিরোনাম :
নিখোঁজ রয়েছেন পঙ্কজ মিখায়েল কোড়াইয়া
গতকাল সকাল ১১টা থেকে নিখোঁজ রয়েছেন পঙ্কজ মিখায়েল কোড়াইয়া।
ঘটনার বিবরণে জানা যায়, গতকাল সকালে ঘর থেকে অফিসের উদ্দেশে বের হন তিনি। দুপুর সাড়ে ১২টার পর থেকে তার মোবাইল ফোন নম্বরগুলো বন্ধ পাওয়া গেছে। গতকাল রাতে ঘরেও ফিরেননি তিনি। আত্মিয়স্বজন, বন্ধুবান্ধব এবং আশেপাশের সকলের সাথে যোগাযোগ করেও কোনো খোঁজ পায়নি তার পরিবার। তারা বিভিন্ন হাসপাতালেও খোঁজ নিয়েছেন।
এ দিকে তাকে না পেয়ে চিন্তিত স্বজনরা আজ বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডি নম্বর ৩৪৫।
পঙ্কজ একটি ইন্সুরেন্স কোম্পানিতে কর্মরত রয়েছে। তিনি খ্রিষ্টান সমাজের একজন উদীয়মান নেতা। বিভিন্ন সংঘ-সমিতির সাথে সে জড়িত। ঢাকা ক্রেডিটের ২০১৪-১৭ সালের বোর্ডের সুপারভাইজরি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
আজ বিকালে ঢাকা ক্রেডিট এবং বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন পংকজ মিখায়েলের ঢাকাস্থ কালচাঁদপুরের বাসায় পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন ও সহানুভূতি জানান।
বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ডিসিনিউজকে জানান, “পঙ্কজের নিখোঁজ হওয়ার ঘটনায় আমরা অনেক মর্মাহত এবং চিন্তিত। প্রার্থনা করি তিনি যেন নিরাপদে ফিরে আসতে পারেন। আমরা তার পরিবারের পাশে রয়েছি এবং যতটুকু সহযোগিতা করার তার জন্য আমরা প্রস্তুত”
এ দিকে পংকজের নিখোঁজে বন্ধুরাও অনেক বিভিন্নভাবে খোঁজ নেওয়ার চেষ্টা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে বিভিন্ন পোস্ট চোখে পড়ছে। ফেইসবুক পেইজে সঞ্জীব সাগর কোড়াইয়া নামে একজন লিখেছেন, ‘সকলের কাছে অনুরোধ প্রার্থনাসহ যেন আমরা পংকজকে নিরাপদে সুস্থ্যবস্থায় ফিরে পাই।’
শিপন রোজারিও নামে একজন লিখেছেন, ‘আমাদের পঙ্কজ গতকাল ১১ ঘটিকা থেকে নিখোঁজ, অনেক খুজাখুজি করেও তার সন্ধান পাওয়া যাইতেছে না, বন্ধুরা সবাই শেয়ার কর আর যদি কেউ সন্ধান পাও তাহলে দয়া করে তার পরিবারকে দ্রুত জানাও।’
পঙ্কজদের গ্রামের বাড়ি পাবনার ফৈলজনা ধর্মপল্লীর নেংড়ি গ্রামে।
তার বাবা সত্য টমাস কেড়াইয়া অনুরোধ করেছেন, পঙ্কজের কোন সন্ধান পেলে যেন তার মোবাইল নম্বরে জানানো হয়। মোবাইল নম্বর: ০১৭১৩০৪৩৯৫৭।
আরবি/আরপি/৬ অক্টোবর, ২০১৭