ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট বাংলাদেশের মানুষ বন্ধুভাবাপন্ন : চাইনিজ ওয়াইএমসিএ অব হংকং’র দলের ঢাকা ক্রেডিট পরিদর্শন

বাংলাদেশের মানুষ বন্ধুভাবাপন্ন : চাইনিজ ওয়াইএমসিএ অব হংকং’র দলের ঢাকা ক্রেডিট পরিদর্শন

0
545

‘বাংলাদেশের মানুষ বন্ধুভাবাপন্ন’ বলে মন্তব্য করেছেন হংকং থেকে বাংলাদেশ সফরে আসা চাইনিজ ওয়াইএমসিএ অব হংকং’র দলের প্রতিনিধি উম চি নক।

মঙ্গলবার (২৯ মে) বিকাল সাড়ে ৩টায় চাইনিজ ওয়াইএমসিএ অব হংকং-এর ১০ জনের একটি প্রতিনিধি দল ঢাকা ক্রেডিট পরিদর্শন করে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, সিইও খৃষ্টফার লিন্টু গমেজ, এসিইও লিটন টি. রোজারিও, সিও সুদান গাইনসহ আরো অনেকে।

ঢাকা ক্রেডিটের বিভিন্ন বিভাগ পরিদর্শনের পর চাইনিজ ওয়াইএমসিএ অব হংকন’র প্রফেশনাল তথা যুব কমিটির চেয়ারম্যান পিটার সি. এইচ. চান দলের প্রতিনিধি হিসেবে ঢাকা ক্রেডিটের হলরুমে কথা বলেন।

তিনি প্রথমে ১০ জনের দলের সবাইকে পরিচয় করিয়ে দেন এবং ঢাকা ক্রেডিটের বিভিন্ন ডিপার্টমেন্ট ঘুরে দেখার জন্য ও প্রামান্যচিত্রের মাধ্যমে নানা কর্মকান্ড বোঝার জন্য প্রেসিডেন্ট বাবু মার্কুজ এবং তাঁর বোর্ড সদস্য ও কর্মচারীদের ধন্যবাদ জানান।

দলের সবাই চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং’র ছাত্র-ছাত্রী। ইতিমধ্যে তারা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

পিটার সি. এইচ. চান বলেন, বাংলাদেশে এটাই তার প্রথম আসা। এ দেশের মানুষের সংস্কৃতি ও ঐতিহ্য তাদের ভাল লেগেছে বলে উল্লেখ করেন তিনি।

দলের একজন সদস্য ওং ইয়ান নিং বলেন, এটা শুধু তার জন্য নয়, সবার জন্যই বাংলাদেশে প্রথম আসা। সবকিছুই যেন নতুন বলে মনে হচ্ছে। প্রামান্যচিত্রে তিনি ঢাকা ক্রেডিটের মহাকর্মযজ্ঞের চিত্র দেখে অত্যন্ত আনন্দিত হন এবং এই প্রতিষ্ঠানকে পাবলিক ব্যাংকের সাথে তুলনা করেন।

ঢাকা ক্রেডিটের কর্মকান্ডকে বিরল দৃষ্টান্ত বলেও উল্লেখ করেন ওং ইয়ান।

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ সমিতির বিভিন্ন কার্যক্রম সংক্ষিপ্তাকারে উপস্থাপন করেন। তিনি হংকং প্রতিনিধি দলের সকলকে ঢাকা ক্রেডিটে স্বাগত জানান।
পরিদর্শনকালে সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তাও হংকং-এর প্রতিনিধি দলকে বাংলাদেশ সফর তথা ঢাকা ক্রেডিট পরিদর্শন করার জন্য ধন্যবাদ ।

এর আগে তারা কক্সবাজারের রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পগুলো পরিদর্শন করেন। টীম লিডার উম চি নকের নেতৃত্বে দলটি বেশ কিছুদিন দেশের বিভিন্নস্থান পরিদর্শন করবেন।

আরবি.আরপি. ২৯ মে ২০১৮