শিরোনাম :
সাতক্ষীরায় ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্ণামেন্ট ২০১৯
সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু গোলকাপ ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্ণামেন্ট ২০১৯ এর সদর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
পিএন মাধ্যমিক বিদ্যালয় মাঠে সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়েজনে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশিষ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ফাইনাল খেলার পুরুষ্কার বিতরন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুত্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফিজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্ণামেন্ট খেলায় সদর উপজেলার ২০১টি প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়। ফাইলান খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্ণামেন্টে অংশ নেয় গোবরদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম মহাদেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলায় মহাদেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে গোবরদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।