শিরোনাম :
ঋণ ফেরৎ দেবার সামর্থ থাকলেই ঋণ নেব প্রতিপাদ্য সামনে রেখে: লক্ষ্মীবাজারে ঢাকা ক্রেডিটের শিক্ষা সেমিনার
ডিসিনিউজ ।। ঢাকা
দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা (ঢাকা ক্রেডিট)-এর লক্ষ্মীবাজার আঞ্চলিক শিক্ষা সেমিনার ১৭ ফেব্রুয়ারি, রাজধানীর সুভাষ বোস এভিনিউর আর্চবিশপ টিএ গাঙ্গুলী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
শিক্ষা সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গমেজ এবং সভাপতিত্ব করেন লক্ষ্মীবাজার আঞ্চলিক শিক্ষা কমিটির সদস্য-সচিব প্রদীপ ভিনসেন্ট রিবেরু।
শিক্ষা সেমিনারে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর স্টেলা হাজরা, ক্রেডিট কমিটির সদস্য সুশান্ত কুবি এবং বকুল রোজারিও, ধরেন্ডা ক্রেডিটের সেক্রেটারি বিকাশ পলিনুস কোড়াইয়া, আঞ্চলিক শিক্ষা কমিটির সদস্য ফিলিপ সরকার, লক্ষ্মীবাজার ক্রেডিটের ডিরেক্টর সেন্টু পালমা, বীর মুক্তিযোদ্ধা শান্ত রোজারিওসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
স্বাগত বক্তব্য প্রদান করেন ঢাকা ক্রেডিটের ডিরেক্টর এবং শিক্ষা সেমিনার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক নিরাপদ হালদার। তিনি বক্তব্যে বলেন, ‘আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ মোটিভ নিয়ে এখানে শিক্ষা সেমিনার আয়োজন করেছি, যার মধ্যে অন্যতম ঢাকা ক্রেডিটের সর্ববৃহৎ প্রকল্প ডিভাইন মার্সি হাসপাতাল, ঢাকা ক্রেডিটের নিজস্ব সফ্টওয়্যার ইআরপি সম্পর্কে ধারনা এবং খেলাপি ঋণ আদায়ে সদস্যদের ভূমিকা সম্পর্কে অবগত করা।
তিনি বলেন, বর্তমান বোর্ড খেলাপি ঋণ আদায়ে বদ্ধপরিকর। ঋণ আদায়ে সর্বোচ্চ পর্যায়ে যা করার বর্তমান বোর্ড করবে। সেই সাথে আপনারা যারা জামিনদার রয়েছেন, তাদেরও সহযোগিতা প্রয়োজন।
তিনি আরো বলেন, ৩১ জানুয়ারি আমরা আমাদের স্বপ্নের প্রকল্প ডিভাইন মার্সি হাসপাতাল আশীর্বাদ অনুষ্ঠানের মধ্যেদিয়ে চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে যা আগামী এপ্রিল মাসে আনুষ্ঠানিক উদ্ধোধন-এর এর মাধ্যমে পুরোদ্যমে সেবা কার্যক্রম চালিয়ে যাবে।’
প্রায় ২০০ জন সদদ্যের অংশগ্রহণে অনুষ্ঠিত আঞ্চলিক শিক্ষা সেমিনারে ঢাকা ক্রেডিটের বিভিন্ন ঋণ ও সঞ্চয়ী প্রোডাক্ট, ঢাকা ক্রেডিটের নিজস্ব সফ্টওয়্যার ইআরপি, বিভিন্ন চলমান প্রকল্প এবং ঢাকা ক্রেডিটের সর্ববৃহৎ প্রকল্প ডিভাইন মার্সি হাসপাতালের বিষয়ে সদস্যদের জানান ঢাকা ক্রেডিটের মার্কেটিং ডিপার্টমেন্টের ম্যানেজার সোহেল রোজারিও।পরবর্তীতে সদস্যদের ডিভাইন মার্সি হাসপাতাল এবং ইআরপি সফ্টওয়্যার সংক্রান্ত প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়।
ঢাকা ক্রেডিটের কর্মযজ্ঞ এবং প্রামান্যচিত্র প্রদর্শনের পর সদস্যরা বর্তমান বোর্ডকে ধন্যবাদ জানান সেই সাথে লক্ষ্মীবাজার এলাকায় যুগোপযোগী প্রকল্প এবং আবাসন সমস্যা সমাধানে কাজ করার আহ্বান জানান।
সভাপতির সমাপনী বক্তব্যে লক্ষ্মীবাজার আঞ্চলিক শিক্ষা কমিটির সদস্য-সচিব প্রদীপ ভিনসেন্ট রিবেরু সদস্যদের চাহিদা অনুযায়ি লক্ষ্মীবাজার এলাকায় স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। তিনি বলেন ‘ডিজিটালাইজেশনের এই যুগে ঢাকা ক্রেডিট অনেক এগিয়ে গেছে। আমরা মোবাইল অ্যাপে ঘরে বসে হিসাবের সকল তথ্য পাচ্ছি। এর জন্য বর্তমান বোর্ডকে সাধুবাদ জানাই।
ঋণ খেলাপি কমানোর উদ্দেশে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার জন্য বর্তমান বোর্ডের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গমেজ বলেন, ‘বর্তমান বোর্ড আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হবার পর কোভিড পরবর্তীকালীন সময়ে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে যায়। এর মধ্যেই ঢাকা ক্রেডিটের মেগা প্রজেক্ট ডিভাইন মার্সি হাসপাতাল এবং নবনির্মিত প্রধান কার্যালয়ের কাজ চলমান রয়েছে। ঢাকা ক্রেডিট বিশ্বমানের হাসপাতাল নির্মাণ করেছে যা সমবায়ীদের সর্বপ্রথম হাসপাতাল, যার মাধ্যমে সদস্যদের স্বাস্থ্যসেবার জন্য দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই সেই সাথে তারা আর্থিকভাবেও লাভবান হবেন। কর্মসংস্থান সৃষ্টি ঢাকা ক্রেডিটের প্রধান লক্ষ্য যা এই হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে বিপুল লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে।’
শিক্ষা সেমিনারের সঞ্চালনা করেন ঢাকা ক্রেডিটের চিফ অফিসার স্বপন রোজারিও।