শিরোনাম :
ঢাকা ক্রেডিটের কর্মী রিপন রিবেরূর বাবার পরলোকগমন
ডিসিনিউজ ।। ঢাকা
পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমালেন ঢাকা ক্রেডিটের কর্মী রিপন রিবেরূর বাবা লরেন্স রিবেরূ।
২৯ ডিসেম্বর দুপুর ২টায় ঢাকার মহাখালী মেট্রোপলিটান হাসপাতালে ৭০ বছর বয়সে তিনি প্রাণত্যাগ করেন।
৩০ ডিসেম্বর অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগের পর তেজগাঁও চার্চে তাকে সমাহিত করা হয়। ফাদার কল্লোলের অর্পিত খ্রিষ্টযাগে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, এডিশনাল চিপ এক্সিকিউটিভ অফিসার ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, সিও জোনাস গমেজসহ ঢাকা ক্রেডিটের কর্মী, মৃতের পরিবারবর্গ এবং শুভানুধ্যায়ীবৃন্দ।
খ্রিষ্টযাগের পর লরেন্স রিবেরূর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ঢাকা ক্রেডিট পরিবার। এ সময় সকলে তার আত্মার চিরকল্যাণ কামনা করেন।
লরেন্স রিবেরূ কালীগঞ্জের রাঙ্গামাটিয়া মিশনের বড় সাতানী পাড়ায় জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি তার দুই পুত্র, এক কন্যা রেখে যান।