শিরোনাম :
পরপারে চলে গেলেন ঢাকা ক্রেডিটের সাবেক প্রেসিডেন্ট’র মা ফিলোমিনা কস্তা
ডিসিনিউজ ।। ঢাকা
ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেলেন ফিলোমিনা কস্তা। বার্ধক্যজনিত কারণে ১৭ এপ্রিল, দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে ঢাকার মগবাজারে তার মেয়ের বাসায় মৃত্যুবরণ করেন।
ফিলোমিনা কস্তা, দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস (কাক্কো) লি:-এর চেয়ারম্যান ও ঢাকা ক্রেডিটের সাবেক প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তার মা।
ফিলোমিনা কস্তার মৃত্যুতে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ও সেক্রেটারি জন মাইকেল গমেজ ক্রেডিটের কার্যকরী পরিষদ ও সদস্যদের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন।
ক্রেডিটের প্রেসিডেন্ট ও সেক্রেটারি এক যৌথ শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ এবং বিদেহীর আত্মার কল্যাণ কামনা করেন।
ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও ফিলোমিনা কস্তার মৃত্যুতে ঢাকা ক্রেডিটের সকল কর্মীর পক্ষ থেকে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
১৯ এপ্রিল, শুক্রবার তুমিলিয়া গির্জায় তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগের পর সমাধিস্থ করা হবে।